পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

প্রকাশ্যে এআর রহমানের 'লে মাস্ক' সাউন্ডট্র্যাক, কোথায় শুনতে পাবেন সুরকারের নতুন গান? - AR Rahman releases Le Musk - AR RAHMAN RELEASES LE MUSK

AR Rahman unveils soundtrack 'Le Musk': অন্যরকম গান উপহার দিতে চলেছে অস্কারজয়ী সঙ্গীতশিল্পী এআর রহমান ৷ প্রকাশ্যে এল রহমান পরিচালিত প্রথম ছবি 'লে মাস্ক'-এর সাউন্ডট্র্যাক ৷

AR Rahman unveils soundtrack 'Le Musk'
এআর রহমানের 'লে মাস্ক' সাউন্ডট্র্যাক (এএনআই)

By ANI

Published : Aug 21, 2024, 5:20 PM IST

মুম্বই, 21 অগস্ট: সঙ্গীত পরিচালক এআর রহমান এবার নয়া অবতারে ৷ অস্কারজয়ী কম্পোজার প্রকাশ্যে আনলেন তাঁর পরিচালিত প্রথম ছবি 'লে মাস্ক'-এর সাউন্ডট্র্যাক ৷ প্রায় 12 রকমের গান ব্যবহার করা হয়েছে ৷ 'লে মাস্ক' হল ভার্চুয়াল রিয়েলিটি থ্রিলার ফিল্ম যা পরিচালনা করেছেন চলচ্চিত্র সুরকার রহমান ৷ পাশাপাশি তিনি এই ছবির সহ-প্রযোজকও বটে ৷ ছবিতে অভিনয় করেছেন নোরা আর্নেজেডার, গাই বার্নেট, মুনিরিহ গ্রেস এবং মরিয়ম জোহরাবিয়ান ৷ সুরকার রহমান সাউন্ডট্র্যাকটি 'বিলিভ মিউজিক'এ চালু করেছেন।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, লে মাস্ক (Le Musk) সাউন্ড ট্র্যাকে রয়েছে রহমানের সিগনেচার স্টাইলে তৈরি করা জ্যাজ, অর্কেস্ট্রা ও ইলেকট্রিক যন্ত্রের মিশেলে তৈরি সোলফুল মেলোডি ৷ সম্প্রতি এআর রহমানের টিমের তরফে এমন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ৷ ভার্চুয়াল রিয়েলিটি এই ধরনের সিনেমার অভিজ্ঞতা দর্শক ও অনুরাগীদের তাক লাগিয়ে দেবে ৷

এই সাউন্ডট্র্যাক পরিচালনা করেছেন এআর রহমান এবং কানস এক্সআর ৷ সাউন্ডট্র্যাক লঞ্চের বিষয়ে কথা বলার সময়, এ আর রহমান বলেন, "সঙ্গীত হল লে মাস্কের হার্টবিট। এটি চলচ্চিত্রের আত্মাকে বহন করে, একটি আবেগপূর্ণ এবং সংবেদনশীল যাত্রার মাধ্যমে দর্শকদের পথ দেখায়। সিনেমাটি কঠোর পরিশ্রম ও ভালবাসা দিয়ে তৈরি করা হয়েছে ৷ প্রযুক্তির উপরে আমরা যেভাবে নির্ভরশীল তার চরমসীমায় গিয়ে নতুন কিছু তৈরির চেষ্টা করা হয়েছে ৷ সত্যিই এই সাউন্ডট্র্যাক দর্শকদের সঙ্গে শেয়ার করতে পেরে ভালো লাগছে ৷ আমরা যে ধরনের পৃথিবী তৈরি করেছি, তার সফর করাতে চাই সকলকে ৷"

'লে মাস্ক'-এর হাত ধরে রহমানের পরিচালনায় অভিষেক হল। বিশ্বব্যাপী ছবিটি প্রদর্শনের বিষয়ে কথা বলতে গিয়ে, রহমান বলেন, "লে মাস্ককে বিশ্বব্যাপী দর্শকদের কাছে নিয়ে যাওয়ার জন্য আমরা আর্টিফিশিয়াল স্টুডিয়ো তৈরির প্রক্রিয়ার মধ্যে রয়েছি। আমার টিম যারা অক্লান্ত পরিশ্রম করেছে তাঁরা না থাকলে এই জার্নি সফল হত না। যা সম্ভব ছিল তার সীমানাকে ঠেলে দিতে।"

ABOUT THE AUTHOR

...view details