পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

আরাধ্যার পর ঐশ্বর্য-অভিষেকের জীবনে নতুন সদস্য কবে? ফাঁস জুনিয়র বচ্চনের - ABHISHEK AISHWARYA SECOND CHILD

বিচ্ছেদ জল্পনায় ইতি টেনে ফের জুটিতে অভিষেক-ঐশ্বর্য ৷ আরাধ্যার পর দ্বিতীয় সন্তানের পরিকল্পনা নিয়ে বন্ধুর কাছে মুখ খুললেন অভিষেক ৷

Abhishek Bachchan
অভিষেক-ঐশ্বর্য-আরাধ্যা (এএনআই)

By ETV Bharat Entertainment Team

Published : Dec 9, 2024, 2:27 PM IST

হায়দরাবাদ, 9 ডিসেম্বর: দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করছেন অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন? তবে এবার আরাধ্যা কি বড় দিদির ভূমিকা পালন করতে প্রস্তুত ৷ সম্প্রতি, অভিনেতা রীতেশ দেশমুখের টক শোয়ে সেকেন্ড চাইল্ড প্ল্যানিং নিয়ে মুখ খুললেন জুনিয়র বচ্চন ৷

গত কয়েকমাস ধরে অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের বিবাহ বিচ্ছেদের জল্পনা ছিল তুঙ্গে ৷ তবে এক বিয়ের অনুষ্ঠানে তারকা জুটি সামনে আসতেই জল পড়েছে জল্পনায় ৷ এবার শোনা যাচ্ছে অন্য খবর ৷ এক টিভি চ্যানেলে রীতেশের টক শোয়ে অতিথি হিসাবে উপস্থিত হন অভিষেক ৷ সেখানে পরিবার ও ব্যক্তিগত নানা বিষয় নিয়ে খোলাসা করেন জুনিয়র বচ্চন ৷

রীতেশ এদিন অভিষেকের সঙ্গে মজার ছলে বলেন, "অমিতাভ, ঐশ্বর্য, আরাধ্যা ও আপনি (অভিষেক) প্রত্যেকের নাম শুরু 'এ' লেটার দিয়ে ৷ তাহলে জয়া আন্টি ও শ্বেতা কী এমন করল?" এমন কথা শুনে অভিষেক বলেন, "এটা তোমাকে তাঁদেরকেই জিজ্ঞাসা করতে হবে ৷ তবে আমার মনে হয় এটা আমাদের বাড়িতে একটা ট্রাডিশন হয়ে গিয়েছে ৷ অভিষেক, আরাধ্যা....."

আর এখানেই মজা করে অভিষেকের কথা কাটেন রীতেশ ৷ হাসতে হাসতে প্রশ্ন করেন "আরাধ্যার পর....? " তখন অভিষেক বলেন, "না, যখন পরবর্তী প্রজন্ম আসবে তখন দেখব না..." তারপরও থামেন না রীতেশ ৷ তিনি বলেন, "অতদিন কে অপেক্ষা করবে? যেমন- রীতেশ, রিয়ান রাহল (রীতেশের দুই ছেলে) ৷ একই ভাবে অভিষেক, আরাধ্যা..."

এমনটা শুনে মুখ লাল হয়ে যায় অভিষেকের ৷ এমন ট্রিকি প্রশ্ন শুনে জুনিয়র বচ্চন বলেন, "বয়সে বড় সম্মান করো রীতেশ ৷" এরপরেই রীতেশ অভিষেক পা ছুঁয়ে প্রণাম করেন ৷ এই দুই অভিনেতাকে একসঙ্গে দেখা গিয়েছিল ব্লাফমাস্টার ও হাউসফুল 3 ছবিতে ৷

'আই ওয়ান্ট টু টক' ছবিতে অভিষেক নয়, সুজিতের পছন্দ ছিল অন্য অভিনেতা

গত মাসে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল যে মেয়ে আরাধ্যার 13তম জন্মদিনে উপস্থিত ছিলেন না অভিষেক ৷ কারণ ঐশ্বর্য যে ছবি শেয়ার করেছিলেন তাতে অভিষেককে দেখা যায়নি ৷ এরপর আরাধ্যার জন্মদিন যে ইভেন্ট ম্যানেজমেন্টের তরফে করা হয়েছিল, তারা দুটি ভিডিয়ো সামনে আনেন ৷ যেখানে অভিষেককে মেয়ের জন্মদিন চুটিয়ে উপভোগ করতে দেখা যায় ৷ 2007 সালে অভিষেক-ঐশ্বর্য বিয়ের বন্ধনে আবদ্ধ হন ৷ 2011 সালে তাঁদের কোলে আসে মেয়ে আরাধ্যা ৷

ABOUT THE AUTHOR

...view details