নয়াদিল্লি, 29 জুন:জিও, এয়ারটেলের পর এবার রিচার্জের দাম বাড়াচ্ছে ভোডাফোন-আইডিয়াও ৷ আগামী বৃহস্পতিবার থেকে কার্যকর হবে নতুন দাম ৷ টেলিকম সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, 3 জুলাইয়ের পর থেকে বাড়ছে সার্ভিস চার্জ ৷ 11 থেকে 24 শতাংশ বাড়বে খরচ ৷ বিশেষজ্ঞদের আশঙ্কা মতোই স্পেকট্রাম নিলামের পরই বাড়ানো হল সার্ভিস চার্জ ।
বৃহস্পতিবারই রিলায়েন্স জিও তার মোবাইল শুল্ক 12 শতাংশ থেকে 27 শতাংশ পর্যন্ত বৃদ্ধির ঘোষণা করেছিল ৷ তার একদিন পর শুক্রবার ভারতী এয়ারটেলের মোবাইল শুল্ক বৃদ্ধি হয়েছে ৷ এবার ভোডাফোন-আইডিয়াও সেই পথেই হাঁটল ৷ ভোডাফোনের পক্ষ থেকে জানানো হয়েছে, কয়েকমাসের মধ্যে ফোর জে পরিষেবার পাশাপাশি 5জি পরিষেবাও চালু করতে চলেছে ৷
এবার থেকে 28 দিনের খরচ রিচার্জের জন্য 199 টাকা দিতে হবে গ্রাহকদের ৷ এতদিন 179 টাকাতেই পাওয়া যেত এই রিচার্জটি ৷ শুধু 28 দিনের প্ল্যানই নয়, 84 দিনের প্ল্যানের দামও বেড়েছে ৷ 719 টাকার এই রিচার্জটির জন্য এখন গ্রাহকদের দিতে হবে 859 টাকা ৷ এই প্ল্যানে এতদিন 1.5 জিবি ইন্টারনেট পাওয়া যেত ৷ কোম্পানির আনলিমিটেড প্ল্যানও 2,899 টাকা থেকে বেড়ে হয়েছে 3,499 টাকা ৷ প্রায় 21 শতাংশ বেড়েছে প্ল্যানের দাম ৷ সমস্ত প্ল্যানের দাম বাড়িয়েছে সংস্থাটি ৷
আনলিমিটেড প্ল্যান:
- 28 দিনের প্ল্যান: এতদিন এই প্ল্যানের জন্য 179 টাকা দিতে হত গ্রাহকদের ৷ এবার থেকে 199 টাকা গুনতে হবে ৷ 2জিবি ডেটা, আনলিমিটেড কল ও 300টি এসএমএম ৷
- 84 দিনের প্ল্যান: এবার এই 509 টাকার বিনিময়ে পাওয়া যাবে এই প্ল্যান ৷ এতদিন এই প্ল্যানের দাম ছিল 459 টাকা ৷ 6 জিবি ডেটা ও আগের মতোই 300টি এসএমএস-এর পাবেন গ্রাহকরা ৷
- অ্যানুয়াল প্ল্যান: বার্ষিক 1799 টাকার প্ল্যানেও পরিবর্তন আনা হয়েছে ৷ এবার থেকে 1999 টাকা দিতে হবে বার্ষিক রিচার্জের জন্য ৷ 24 জিবি ডেটা এবং অন্যান্য সুবিধা আগের মতো থাকবে ৷
- এক দিনের অ্যাড অন প্ল্যান: এই রিচার্জের ক্ষেত্রে 19 টাকার প্ল্যানের দাম 3টাকা বেড়ে হয়েছে 22 টাকা ৷ একদিনের জন্য 1 জিবি ডেটা পাওয়া যাবে ৷
- অ্যাড অন প্ল্যান: 39 টাকার এই প্ল্যান এবার থেকে গ্রাহকদের 48 টাকা দিয়ে করতে হবে ৷ 3দিনের জন্য বৈধ ৷ 6 জিবি ডেটা পাওয়া যাবে ৷