নয়াদিল্লি, 12 ফেব্রুয়ারি:এবার শ্রীলঙ্কা ও মরিশাসে চালু হতে চলেছে ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস ৷ রবিবার বিদেশমন্ত্রকের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে ৷ পাশাপাশি মরিাশাসে চালু হবে রুপে কার্ডও ৷ এই পরিষেবার উদ্বোধনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, শ্রীলঙ্কার প্রসিডেন্ট রনিল বিক্রমসিংহ এবং মরিশাসের প্রধানমন্ত্রী প্রভীণ যুগনউথ ৷ সোমবার একটি ভিডিয়ো কনফারেন্সে মাধ্যমে উপস্থিত থাকবেন শ্রীলঙ্কা ও মরিশাসের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী ৷
এই ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই পেমেন্ট পরিষেবা চালু হলে পর্যটকদেরও সমস্যা অনেকটাই কমবে ৷ বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশ জুড়ে ডিজিটাল পরিষেবা চালু করেছেন ৷ যেখানে ইউপিআই পেমেন্টের উপর জোর দেওয়া হয়েছে ৷ এবার দেশের বাইরে গিয়েও ভারতীয়দের যাতে সমস্যায় পড়তে না হয় ৷ তবে ইউপিআই-এর মাধ্যমে পেমেন্ট চালু হলে আর্থিক লেনদেন আরও সহজ হবে ভারতীয়দের কাছে ৷ এই প্রসঙ্গেই বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, "শ্রীলঙ্কা ও মরিশাসের সঙ্গে ভারতের সাংস্কৃতিক মেল বন্ধন অত্যন্ত দৃঢ় ৷ আর্থিক লেনদেনের মাধ্যম হিসাবে ইউপিআই পরিষেবা চালু হলে আগামিদিনে ভারতের সঙ্গে শ্রীলঙ্কা ও মরিশাসের ডিজিটাল সংযোগ অত্যন্ত দৃঢ় হবে ৷"
ইউপিআই পরিষেবার পাশাপাশি মরিশাসে রুপে কার্ড পরিষেবা চালু হলে বিদেসে ঘুরতে গিয়েও সমস্য়া পড়তে হবে না ৷ শুধু ভারতীয়দের শ্রীলঙ্কা ভ্রমণ নয়, মরিশাস থেকে যে সমস্ত পর্যটক ভারতে ঘুরতে আসবেন তাঁরা উপকৃত হবেন এই ইউপিআই পরিষেবা চালু হলে ৷ রুপে কার্ডের মাধ্যমেও যেকেনও রকমের আর্থিক লেনদেন করতে পারবেন দুই দেশের পর্যটকরা ৷