নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 2025-26 বাজেটে বিমা খাতের জন্য একটি বড় ঘোষণা করেছেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিমা খাতে এফডিআই বা সরাসরি বিদেশী বিনিয়োগের সীমা 74 শতাংশ থেকে বাড়িয়ে 100 শতাংশ করার প্রস্তাব করেছেন। তিনি বলেন, পেনশন পণ্যগুলির নিয়ন্ত্রক সমন্বয় এবং উন্নয়নের জন্য একটি ফোরাম প্রতিষ্ঠা করা হবে। কেওয়াইসি প্রক্রিয়া সহজ করার জন্য 2025 সালে একটি সংশোধিত কেন্দ্রীয় কেওয়াইসি রেজিস্ট্রি চালু করা হবে।
অর্থমন্ত্রী বলেন, "আয়করের ক্ষেত্রে আগে ভরসা, তারপর তদন্তের ওপর জোর দেওয়া হবে। আগামী সপ্তাহে নতুন আয়কর আইন আসবে। বিমা খাতে সরাসরি বিদেশি বিনিয়োগ 74 শতাংশ থেকে বাড়িয়ে 100 শতাংশ করা হবে। জন বিশ্বাস বিল 2.0-এর অধীনে একশোটিরও বেশি বিধানগুলিকে ভারতে বিনিয়োগ করার জন্য কোম্পানিগুলিকে নিশ্চিত করা হবে৷