নয়াদিল্লি, 23 জুলাই: দেশের সামগ্রিক উন্নয়নে নতুন একটি নীতি আনতে চলেছে কেন্দ্রের মোদি সরকার ৷ এর পোশাকি নাম হতে চলেছে ‘ন্য়াশনাল কো-অপারেশন পলিসি’ ৷ মঙ্গলবার এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷
এ দিন তিনি লোকসভায় 2024-25 আর্থিক বছরের বাজেট পেশ করেন ৷ সেখানেই তিনি এই কথা বলেন ৷ একই সঙ্গে জানান, কৃষিক্ষেত্রের জন্য ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচর তৈরি করবে কেন্দ্রীয় সরকার ৷ রাজ্যগুলির সঙ্গে যৌথ উদ্যোগে এই কাজ কেন্দ্রীয় সরকার করবে ৷
তিনি আরও জানান, দেশের পাঁচটি রাজ্যের জন্য কেন্দ্রীয় সরকার জন সমর্থ-ভিত্তিক কিষান ক্রেডিট কার্ড দেবে ৷ এছাড়া সরকার ডালশস্য উৎপাদন, তা মজুত করা এবং বিপণনের ব্যবস্থাকে আরও শক্তিশালী করার কাজ করবে ৷ কৃষিক্ষেত্রের উন্নতি করে গ্রামীণ অর্থনীতির বৃদ্ধিকে গতি দিতে চায় সরকার ৷ পাশাপাশি সরকার চায় গ্রামীণ অঞ্চলে আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে ৷