পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

টানা 11 বার অপরিবর্তিত রেপো রেট, ঋণের চড়া সুদ থেকে এখনই মিলছে না রেহাই - REPO RATE UNCHANGED

তিন দিনের মুদ্রা নীতি কমিটির (MPC) বৈঠকের পর RBI এই নিয়ে টানা 11 বার REPO Rate বা সুদের হারে কোনও পরিবর্তন না করার সিদ্ধান্ত নিয়েছে।

REPO Rate Unchanged
অপরিবর্তিত REPO Rate, ঋণের চড়া সুদ থেকে এখনই মিলছে রেহাই (ইটিভি ভারত)

By PTI

Published : Dec 6, 2024, 10:52 AM IST

Updated : Dec 6, 2024, 11:01 AM IST

নয়াদিল্লি, 6 ডিসেম্বর:রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) টানা 11 বার REPO Rate বা সুদের হারে কোনও পরিবর্তন না করার সিদ্ধান্ত নিয়েছে। তিন দিনের দীর্ঘ মুদ্রা নীতি কমিটির (এমপিসি) বৈঠকের পরে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস 6 ডিসেম্বর, 2024 শুক্রবার সুদের হার ঘোষণা করেন।

রিজার্ভ ব্যাঙ্ক গত 10 বার রেপো রেট 6.5 শতাংশেই অপরিবর্তিত রেখেছে। রিজার্ভ ব্যাঙ্কের (RBI) এই পদক্ষেপের ফলে হোম লোনের EMI বা মাসিক কিস্তির উপর চড়া সুদের বোঝা এখনই কমবে না। তবে সুদের হার এখনই বাড়ছেও না ।

শুক্রবার দ্বি-মাসিক আর্থিক পরিস্থিতি পর্যালোচনার তথ্য প্রকাশ করে, রিজার্ভ ব্যাঙ্কের (RBI) গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন যে, মানুষের জন্য মূল্য স্থিতিশীলতা খুব গুরুত্বপূর্ণ, তবে আর্থিক বৃদ্ধিও জরুরি। তিনি বলেন, অর্থনীতির জন্য মুদ্রাস্ফীতির চূড়ান্ত গন্তব্য দীর্ঘ থেকে কঠিনতর হচ্ছে। আরবিআই গভর্নর বলেছেন যে মুদ্রা নীতি কমিটি 4:2 সংখ্যাগরিষ্ঠতায় রেপো রেট 6.5 শতাংশে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

রিজার্ভ ব্যাঙ্কের (RBI) গভর্নর জানিয়েছেন, চলতি অর্থবছরে মূল্যস্ফীতির হার 4.8 শতাংশে নামিয়ে আনা হবে বলে আশা করা হচ্ছে। তৃতীয় ত্রৈমাসিকে এটি 5.7 শতাংশ বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে ৷ তবে চতুর্থ ত্রৈমাসিকে 4.5 শতাংশে হ্রাস পাবে। পরের বছরের প্রথম ত্রৈমাসিকে মূল্যস্ফীতির হার 4.6 শতাংশ এবং দ্বিতীয় ত্রৈমাসিকে 4 শতাংশে নেমে আসবে বলে অনুমান করা হয়েছে।

রিজার্ভ ব্যাঙ্ক (RBI) করোনা মহামারীর সময় (27 মার্চ 2020 থেকে 9 অক্টোবর 2020) রেপো রেট দুবার 0.40% কমিয়েছে। এর পরে, পরবর্তী 10টি মুদ্রা নীতি কমিটির বৈঠকে, কেন্দ্রীয় ব্যাঙ্ক 5 বার সুদের হার বাড়িয়েছে, চারবার কোনও পরিবর্তন করেনি ৷ এরপর 2022 সালের অগস্টে একবার রেপো রেট 0.50 শতাংশ কমিয়েছে। কোভিডের আগে, 6 ফেব্রুয়ারি 2020-এ রেপো রেট ছিল 5.15 শতাংশ।

আরও পড়ুন
ক্রিপ্টোকারেন্সি নিয়ে আশঙ্কার কথা শোনালেন আরবিআই-এর গভর্নর, কী বললেন তিনি?
REPO Rate নিয়ে নতুন সিদ্ধান্ত জানাল রিজার্ভ ব্যাঙ্ক, সুদের হার কি বাড়ল ?
Last Updated : Dec 6, 2024, 11:01 AM IST

ABOUT THE AUTHOR

...view details