মুম্বই, 5 এপ্রিল:নতুন আর্থিক বছরের শুরুতেও অপরিবর্তিত রেপো রেট ৷ এই নিয়ে সাতবার রেপো রেট বাড়াল না দেশের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ মধ্যবিত্তের কথা মনে করেই রেপো রেট একই রাখেছে দেশের শীর্ষ ব্যাঙ্ক ৷ শুক্রবার চলতি বছরের মনিটরি পলিসির বৈঠকেই এই ঘোষণা করেছেন রিজার্ভ ব্যাঙ্কের গর্ভনর শক্তিকান্ত দাস ৷ খাদ্যপণ্যের মুদ্রাস্ফিতী রোধে রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত শীর্ষ ব্যাঙ্কের ৷
শীর্ষ ব্যাঙ্ক সূত্রে খবর, সর্বশেষ 2022 সালের মে মাসে রেপো রেট বেড়ে হয়েছিল 250 বেসিস পয়েন্ট ৷ তারপর থেকে বাড়েনি রোপোরেট ৷ মনিটরি পলিসির এই বৈঠকের পর রিজার্ভ ব্যাঙ্কের গর্ভনর শক্তিকান্ত দাস জানান, এই বৈঠকে 6 জন সদস্য ছিলেন ৷ সকলের সঙ্গে মিলিতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ 6.5 শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে রেপো রেট ৷ চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ভোগ্যপণ্যের মুদ্রাস্ফিতী 5.1 শতাংশে পৌঁছে যায় ৷ মধ্যবিত্তের কথা ভেবে তা 4 শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্র নেওয়া হয়েছিল ৷ মুদ্রস্ফিতী কমাতেই এই পদক্ষেপ শীর্ষ ব্যাংকের ৷ পাশাপাশি রেপো রেট এক রয়েছে বলে বিভিন্ন ঋণের উপর থাকা সুদের হারে কোনও পরিবর্তন হচ্ছে না।