পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

টানা 7 বার অপরিবর্তিত রেপো রেট, কী প্রভাব ইএমআইতে ? - repo rate unchanged - REPO RATE UNCHANGED

Repo Rate Unchanged: রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস শুক্রবার 2024-25 আর্থিক বছর আর্থিক নীতি ঘোষণা করেছেন। আর্থিক নীতি ঠিক করা সংক্রান্ত বৈঠকে রেপো রেট অপরিবর্তিত (6.5 শতাংশ) রেখেছে। এই নিয়ে আরবিআই টানা সাতবার রেপো রেট অপরিবর্তিত রাখাল।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Apr 5, 2024, 2:59 PM IST

Updated : Apr 5, 2024, 4:10 PM IST

মুম্বই, 5 এপ্রিল:নতুন আর্থিক বছরের শুরুতেও অপরিবর্তিত রেপো রেট ৷ এই নিয়ে সাতবার রেপো রেট বাড়াল না দেশের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ মধ্যবিত্তের কথা মনে করেই রেপো রেট একই রাখেছে দেশের শীর্ষ ব্যাঙ্ক ৷ শুক্রবার চলতি বছরের মনিটরি পলিসির বৈঠকেই এই ঘোষণা করেছেন রিজার্ভ ব্যাঙ্কের গর্ভনর শক্তিকান্ত দাস ৷ খাদ্যপণ্যের মুদ্রাস্ফিতী রোধে রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত শীর্ষ ব্যাঙ্কের ৷

শীর্ষ ব্যাঙ্ক সূত্রে খবর, সর্বশেষ 2022 সালের মে মাসে রেপো রেট বেড়ে হয়েছিল 250 বেসিস পয়েন্ট ৷ তারপর থেকে বাড়েনি রোপোরেট ৷ মনিটরি পলিসির এই বৈঠকের পর রিজার্ভ ব্যাঙ্কের গর্ভনর শক্তিকান্ত দাস জানান, এই বৈঠকে 6 জন সদস্য ছিলেন ৷ সকলের সঙ্গে মিলিতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ 6.5 শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে রেপো রেট ৷ চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ভোগ্যপণ্যের মুদ্রাস্ফিতী 5.1 শতাংশে পৌঁছে যায় ৷ মধ্যবিত্তের কথা ভেবে তা 4 শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্র নেওয়া হয়েছিল ৷ মুদ্রস্ফিতী কমাতেই এই পদক্ষেপ শীর্ষ ব্যাংকের ৷ পাশাপাশি রেপো রেট এক রয়েছে বলে বিভিন্ন ঋণের উপর থাকা সুদের হারে কোনও পরিবর্তন হচ্ছে না।

শীর্ষ ব্যাঙ্কের পর্যবেক্ষণ, রেপো রেট অপরিবর্তিত থাকায় মুদ্রাস্ফীতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে ৷ ফেব্রুয়ারি মাসে সার্বিক ক্ষেত্রে মুদ্রাস্ফীতি হয়েছিল 5.1 শতাংশ ৷ এবারও রেপো রেট অপরিবর্তিত রাখায় ঋণের ক্ষেত্রে সুদের হারে কোনও পরিবর্তন হবে না ৷ ব্যাঙ্ক গুলিও 6.5 শতাংশ বারে ঋণ দেবে ৷ পাশাপাশি সুদের হার না বাড়ায় বাড়বে না ইএমআই-এর বোঝাও ৷ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি দেশের আর্থিক বৃদ্ধিও আরও গতি পাবে বলে মনে করছেন রিজার্ভ ব্যাঙ্কের গর্ভনর শক্তিকান্ত দাস ৷

আরও পড়ুন:

  1. 2024 সালে ভারতীয় অর্থনীতি 7.5% বৃদ্ধি পাবে, অনুমান বিশ্বব্যাংকের
  2. আরও সহজ হল প্রভিডেন্ট ফান্ডের টাকা স্থানান্তর, জানুন নতুন নিয়ম
  3. নয়া নজির! বিগত অর্থবর্ষে রেকর্ড পরিমাণ আয় হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের
Last Updated : Apr 5, 2024, 4:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details