পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

নতুন PAN চালুর পর পুরনো কার্ড কি বাতিল হচ্ছে ? জানুন কেন্দ্র কী বলছে - PAN CARDS WITH QR CODE

অনেকের মনেই প্রশ্ন উঠতে শুরু করেছে, নতুন PAN এলে পুরনো কার্ড কি বাতিল হয়ে যাবে? নতুন কার্ডের সঙ্গে কি নতুন প্যান নম্বরও তৈরি করা হবে?

PAN Cards with QR Code
PAN 2.0 প্রকল্প নিয়ে বিভ্রান্তি (ইটিভি ভারত)

By PTI

Published : Nov 27, 2024, 12:25 PM IST

নয়াদিল্লি, 27 নভেম্বর: প্যান কার্ড সংক্রান্ত বড় ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এখন থেকে প্যান কার্ডে কিউআর কোড যুক্ত করা হবে। সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানা গিয়েছে ।

মঙ্গলবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স (CCEA), আয়কর বিভাগের PAN 2.0 প্রকল্পের জন্য 1,435 কোটি টাকার আর্থিক বরাদ্দ অনুমোদন করেছে।

এই পরিস্থিতিতে অনেকের মনেই প্রশ্ন উঠতে শুরু করেছে, নতুন প্যান কার্ড এলে পুরনো কার্ড কি বাতিল হয়ে যাবে? নতুন কার্ডের সঙ্গে কি নতুন প্যান নম্বরও তৈরি করা হবে? কেন্দ্রের বিশ্বাস, কিউআর কোড-সহ নতুন প্যান কার্ড চালু হলে সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী-- সকলের আর্থিক লেনদেনের ক্ষেত্রে বিশেষ সুবিধা হবে। কিন্তু, এই সংক্রান্ত তথ্য সামনে আসার পর থেকেই দেশের সাধারণ মানুষের মধ্যে নতুন আর পুরনো PAN কার্ড নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে এই সংক্রান্ত সমস্ত বিভ্রান্তি দূর করতে ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বিবৃতি দিয়ে স্পষ্ট করে দিয়েছেন ৷

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, দেশের মানুষকে প্যান PAN 2.0 প্রকল্পের জন্য একটি টাকাও খরচ করতে হবে না। এর যাবতীয় খরচ বহন করবে কেন্দ্রই। প্যান নম্বর বদল করারও প্রয়োজন হবে না।

কেন্দ্র জানিয়েছে, নতুন প্যান কার্ড (PAN 2.0) পুরোটাই ‘পেপারলেস’ বা ডিজিটাল হতে চলেছে যেটি সহজেই স্মার্টফোনে ডাউনলোড করে রাখা যাবে। যাঁদের কাছে ইতিমধ্যেই PAN Card রয়েছে, তাঁদের নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে না। নতুন প্যান কার্ডের কাজ শুরু হলেই দেশের মানুষকে সমস্ত তথ্য বিস্তারিত ভাবে জানানো হবে।

আরও পড়ুন
PAN কার্ডে জুড়ছে QR Code; কবে থেকে, কী কী পরিবর্তন জরুরি এই নথিতে?
বিনিয়োগের পরামর্শ আরবিআই গভর্নরের ! ভুয়ো ভিডিয়ো নিয়ে সতর্ক করল রিজার্ভ ব্যাঙ্ক

ABOUT THE AUTHOR

...view details