পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

ধনতেরাসে ধাক্কা ! ওলা ইলেকট্রিকের শেয়ার তার সর্বোচ্চ দর থেকে 52% কমেছে

ওলা ইলেকট্রিক মোবিলিটির স্টকের দর কমতে কমতে মঙ্গলবারের লেনদেনে 76 টাকার নিচে নেমে গিয়েছে ৷ ওলা ইলেকট্রিকের বাজারের অংশীদারিত্ব ক্রমশ কমছে ।

Ola Electric Share Price Drop
ওলা ইলেকট্রিকের শেয়ার তার সর্বোচ্চ দর থেকে 52% কমেছে (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Oct 29, 2024, 1:14 PM IST

মুম্বই, 29 অক্টোবর:ওলা ইলেকট্রিক মোবিলিটির স্টকের দর প্রথমবার তার আইপিও মূল্যের থেকে 76 টাকার নিচে নেমে গিয়েছে। মঙ্গলবার 29 অক্টোবর 2024-এর ট্রেডিং সেশনে, ওলা ইলেকট্রিকের স্টক 77.70 টাকায় খোলে । কিন্তু, লাগাতার বিক্রির কারণে স্টকটি প্রথমবারের মতো তার আইপিও মূল্যের থেকে 76 টাকার নিচে নেমে 74.84 টাকায় পৌঁছয় । ওলা ইলেকট্রিকের আইপিও স্টক এক্সচেঞ্জে 9 অগস্ট 2024-এ তালিকাভুক্ত হয়েছিল ।

ওলা ইলেকট্রিক তার ইস্যু মূল্যের থেকে 76 টাকা নিচে নেমেছে:

দেশের বৃহত্তম ইলেকট্রিক টু-হুইলার কোম্পানি ওলা ইলেকট্রিক মোবিলিটির আইপিও 2024 সালের অগস্টের প্রথম সপ্তাহে এসেছিল । কোম্পানিটি আইপিওর মাধ্যমে 6145 কোটি টাকা সংগ্রহ করেছে । ওলা ইলেকট্রিক শুধুমাত্র 76 টাকায় তালিকাভুক্ত ছিল৷ কিন্তু পরের কয়েকদিনে, স্টক এতটাই বেড়েছে যে 76 টাকা মূল্যের স্টকটি দ্বিগুণেরও বেশি বেড়ে 157.40 টাকায় পৌঁছয় । ফলে আইপিওতে শেয়ারে বরাদ্দকৃত বিনিয়োগকারীরা ১০৭ শতাংশ রিটার্ন পান । 20 অগস্ট, 2024-এ স্টকটি 157.40 টাকার সর্বোচ্চ দর ছুঁয়ে ফেলে । কিন্তু, স্টকের দর তার পর থেকে 52.45 শতাংশ কমেছে ।

CCPA-এর নোটিশ:

পরিষেবা সম্পর্কে ওলা ইলেকট্রিকের বিরুদ্ধে 10,000টিরও বেশি গ্রাহকের অভিযোগ জমা পড়েছে ৷ সেই কারণে সম্প্রতি সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি (CCPA) অক্টোবর মাসে কোম্পানিকে একটি নোটিশ পাঠিয়েছিল এবং 15 দিনের মধ্যে তার জবাব জমা দিতে বলেছিল । CCPA-এর ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, ওলা ইলেকট্রিক উপভোক্তা সুরক্ষা আইন, 2019 লঙ্ঘন করেছে । এর মধ্যে রয়েছে দুর্বল পরিষেবা, ভুল বিজ্ঞাপন এবং উপভোক্তা অধিকার লঙ্ঘন । ওলা ইলেকট্রিক সম্প্রতি কেন্দ্রীয় গ্রাহক সুরক্ষা কর্তৃপক্ষকে জানিয়েছে যে তারা 99.1 শতাংশ গ্রাহকের অভিযোগের সমাধান করেছে ।

বাজারের অংশীদারিত্ব ক্রমশ কমছে:

বৈদ্যুতিক গাড়ি বিক্রির পরিপ্রেক্ষিতে, ওলা ইলেকট্রিকের বাজারের অংশীদারিত্ব ক্রমশ কমছে । ইলেকট্রিক স্কুটারের বাজারে দখল বাড়ছে বাজাজ অটো এবং টিভিএস মোটর্সের । ফলে সব মিলিয়ে বর্তমানে বেশ চাপে রয়েছে ওলা ইলেকট্রিক ৷ তাই এই কোম্পানির শেয়ার বিক্রির তাগিদ বেড়েছে দালাল স্ট্রিটে ৷

আরও পড়ুন
যাত্রীদের অর্থ ফেরতের ন্যায্য বিকল্প, বিল দিতে হবে; Ola-কে নির্দেশ কেন্দ্রের
ধনতেরাসের আগে অনেকটাই সস্তা হল সোনা, রুপোর দামও পড়ল 1,000 টাকা

ABOUT THE AUTHOR

...view details