মুম্বই, 29 অক্টোবর:ওলা ইলেকট্রিক মোবিলিটির স্টকের দর প্রথমবার তার আইপিও মূল্যের থেকে 76 টাকার নিচে নেমে গিয়েছে। মঙ্গলবার 29 অক্টোবর 2024-এর ট্রেডিং সেশনে, ওলা ইলেকট্রিকের স্টক 77.70 টাকায় খোলে । কিন্তু, লাগাতার বিক্রির কারণে স্টকটি প্রথমবারের মতো তার আইপিও মূল্যের থেকে 76 টাকার নিচে নেমে 74.84 টাকায় পৌঁছয় । ওলা ইলেকট্রিকের আইপিও স্টক এক্সচেঞ্জে 9 অগস্ট 2024-এ তালিকাভুক্ত হয়েছিল ।
ওলা ইলেকট্রিক তার ইস্যু মূল্যের থেকে 76 টাকা নিচে নেমেছে:
দেশের বৃহত্তম ইলেকট্রিক টু-হুইলার কোম্পানি ওলা ইলেকট্রিক মোবিলিটির আইপিও 2024 সালের অগস্টের প্রথম সপ্তাহে এসেছিল । কোম্পানিটি আইপিওর মাধ্যমে 6145 কোটি টাকা সংগ্রহ করেছে । ওলা ইলেকট্রিক শুধুমাত্র 76 টাকায় তালিকাভুক্ত ছিল৷ কিন্তু পরের কয়েকদিনে, স্টক এতটাই বেড়েছে যে 76 টাকা মূল্যের স্টকটি দ্বিগুণেরও বেশি বেড়ে 157.40 টাকায় পৌঁছয় । ফলে আইপিওতে শেয়ারে বরাদ্দকৃত বিনিয়োগকারীরা ১০৭ শতাংশ রিটার্ন পান । 20 অগস্ট, 2024-এ স্টকটি 157.40 টাকার সর্বোচ্চ দর ছুঁয়ে ফেলে । কিন্তু, স্টকের দর তার পর থেকে 52.45 শতাংশ কমেছে ।