পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

শাড়িতেই বাজেটের পূর্বাভাস ! মধ্যবিত্তের আয়কর ছাড়; জোটসঙ্গী নীতীশকে খুশির চেষ্টা - FM NIRMALA SITHARAMAN EIGHT BUDGET

একটানা 8 বার বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৷ এদিন তাঁর শাড়ির পাশাপাশি পেশ করা বাজেটেও ছিল বিহারের ছোঁয়া। খুশি করেছেন মধ্যবিত্তকেও।

FM Nirmala Sitharaman with her team before addressing budget
অষ্টম বাজেট পেশের আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও তাঁর দল (ছবি সৌজন্য: ডিডি নিউজ)

By ETV Bharat Bangla Team

Published : Feb 1, 2025, 7:46 PM IST

Updated : Feb 1, 2025, 10:56 PM IST

নয়াদিল্লি, 31 জানুয়ারি: শাড়িই যেন বাজেটের পূর্বাভাস ! কোন রাজ্যের শাড়ি পরেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ? কেন্দ্রীয় বাজেট পেশের সাতসকালে সেই দিকে নজর থাকে দেশের মিডিয়া থেকে বাজেট-উৎসুক জনতার ৷ কেন্দ্রীয় সরকার কোন রাজ্যের প্রতি সদয় হবে তা যেন লুকিয়ে থাকে অর্থমন্ত্রীর শাড়িতেই ৷ অষ্টম বার বাজেট পেশেও অন্য পথে হাঁটলেন না নির্মলা ৷

2024 সালের জুন মাসে তৃতীয় মোদি সরকার গড়তে গিয়ে বিজেপিকে প্রথমবার দুই শরিক দল- বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জেডি(ইউ) ও অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর টিডিপির উপর নির্ভর করতে হয়েছে ৷ সরকার গড়ার পর গত জুলাইয়ের বাজেটে বিহারকে 59 হাজার কোটি টাকা বরাদ্দ করেছিল মোদি সরকার ৷ তাতে অবশ্য নীতীশ কুমারের মন গলেনি ৷ তিনি বিশেষ রাজ্যের মর্যাদা দাবি করেছিলেন ৷ এই বাজেটে বিশেষ রাজ্যের দাবি পূরণ না হলেও বিহারের প্রতি আবারও সদয় হয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷

বিহারের মধুবনী শিল্পী দুলারি দেবীর উপহার দেওয়া শাড়ি পরে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (ছবি সৌজন্য: পিআইবি ইন্ডিয়া এক্স হ্যান্ডেল)

বাজেট পেশ হওয়ার মাত্র ক'দিন আগে 29 জানুয়ারি প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে 30 জনের ৷ এই ইস্যুতে আজ বাজেট পেশের সকালে বিরোধীরা আক্রমণ করতে তৈরি ছিল ৷ শনিবার সকালে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেট পেশ করতে এলেন ৷ এদিকে বিরোধীরা প্রথমেই মহাকুম্ভে পদপিষ্টের হিসেবনিকেশের বিবৃতি চেয়ে হইচই জুড়ে দিল ৷ পরে অবশ্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা বাজেট পেশ করতে উঠে দাঁড়ালে শোরগোল থেমে যায় ৷

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর একটানা অষ্টম বাজেট পেশে তিনি পরেছিলেন বেঙ্গালুরুর সাদা সিল্কের উপরে বিহারের মধুবনী শিল্পের অলংকরণ করা শাড়ি ৷ বিহারের মধুবনী শিল্পের খ্যাতি বিশ্বজোড়া ৷ শাড়ির পাড় জুড়ে মধুবনী শিল্পের ছবিগুলি এঁকেছেন শিল্পী দুলারি দেবী ৷ 2021 সালে তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছে কেন্দ্রের বিজেপি সরকার ৷ অর্থমন্ত্রী নির্মলা যখন বিহারে মিথিলা আর্ট সেন্টারে গিয়েছিলেন, তখন তাঁকে এই শাড়িটি উপহার দিয়েছিলেন বিহারের এই মহিলা শিল্পী ৷ তিনি তাঁকে এই শাড়ি পরে বাজেট পেশের অনুরোধও করেছিলেন বলে খবর সরকারি সূত্রে ৷ এবার সেটাই হল।

শাড়ির ইঙ্গিত সত্যি হল কেন্দ্রীয় অর্থমন্ত্রীর 2025-26 অর্থবর্ষের বাজেট ঘোষণায় ৷ জানা গেল, 12 লক্ষ পর্যন্ত আয়ের উপর কোনও আয়কর দিতে হবে না ৷ এই ঘোষণার পাশাপাশি বিহারের জন্য একাধিক ঘোষণাও শোনা গেল তাঁর গলায় ৷ তখন ট্রেজারি বেঞ্চে বসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ডেস্কে তালি দিয়ে বাহবা জানাচ্ছেন তাঁর নির্মলাকে ৷ এনডিএ সাংসদদের 'মোদি মোদি' স্লোগানে সরগরম লোকসভা ৷ বিরোধীরা তখন চুপ ৷

বিহারের জন্য কী কী ঘোষণা ?

রাজ্যে তৈরি হবে মাখানা বোর্ড এবং মাখানা উৎপাদনকারী কৃষকদের সংগঠন ৷ বাজেট বক্তৃতায় সীতারামন বলেন, "বাদাম উৎপাদন ও প্রক্রিয়াকরণের উন্নতির জন্য বিহারে একটি মাখানা বোর্ড প্রতিষ্ঠিত হবে ৷" তিনি আরও জানান, কেন্দ্রীয় সরকার পশ্চিম কোশি খালের জন্য রাজ্যকে আর্থিক সহায়তা দেবে ৷ এর ফলে মিথিলাঞ্চলের 50 হাজার হেক্টর জমি উপকৃত হবে ৷ কেন্দ্র পাঁচটি আইআইটি-তে অতিরিক্ত পরিকাঠামো তৈরি করবে এবং আইআইটি পটনার ক্ষমতা বাড়ানোর জন্য সহায়তা প্রদান করবে ৷ এছাড়া শুধুমাত্র বিহারেই তৈরি হবে তিনটি বিমানবন্দর ৷

এদিকে অধিবেশনের প্রথম দিকে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব এবং কংগ্রেসের গৌরব গগৈরা মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু বিষয়ে বিবৃতির দাবিতে সরব হয়েছিলেন ৷ তাঁরা বলছিলেন, 'ধর্ম বিরোধী সরকার ডাউন, ডাউন' ৷ এসপি'র সদস্যরা তখন লোকসভার ওয়েলে নেমে পড়েছেন ৷ প্রায় দু'মিনিট ধরে এই শোরগোল চলার পর লোকসভা থেকে ওয়াকআউট করে বেরিয়ে যান বিরোধীদের অনেকেই ৷ বাজেট বক্তৃতা শেষ হওয়ার আগেই অবশ্য ওয়াকআউট করে যাওয়া সদস্যদের মধ্যে কেউ কেউ অধিবেশনে ফিরে আসেন । বিরোধীদের এই প্রতিবাদে যোগ দেননি তৃণমূল কংগ্রেসের কোনও সদস্যই ৷

Last Updated : Feb 1, 2025, 10:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details