কলকাতা, 1 ফেব্রুয়ারি: শনিবার সকাল 11টা ৷ সংসদে 2025-26 অর্থবর্ষের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন । প্রায় 1টা 15 মিনিট ধরে চলতি আর্থিক বছরের বাজেট প্রস্তাব পড়ে শোনালেন তিনি ৷ এবারের বাজেটে মধ্যবিত্তদের জন্য কর ছাড়ের বিরাট ঘোষণা করা হয়েছে ৷ এদিনের অর্থমমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, বার্ষিক 12 লক্ষ 75 হাজার টাকা পর্যন্ত আয়ে কোনোরকমের কর দিতে হবে না দেশবাসীকে ।
সাধারণ-মধ্যবিত্তের স্বপ্নপূরণের বাজেট বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ কিন্তু 2025-26 অর্থবর্ষের বাজেট নিয়ে দ্বিধাবিভক্ত বিশেষজ্ঞরা ৷ কোনও কোনও অর্থনীতিবিদ এই বাজেটকে সাধারণ মানুষের জন্য অনেকটাই আশাব্যঞ্জন ও স্বস্তির মনে করছেন ৷ অনেকে আবার এবারের কেন্দ্রীয় বাজেটকে অর্থনৈতিক নয়, বরং রাজনৈতিক বাজেট বলে কটাক্ষ করছেন ।
চাটার্ড অ্যাকাউন্টেন্ট ধর্মেন্দ্র কাপুর বলেন, "এবারের বাজেট জনমুখী । মধ্যবিত্ত নাগরিক যাঁদের আয় 12 লক্ষ টাকার মধ্যে তাঁদের এক পয়সাও কর দিতে হবে না । যদিও এর ফলে হয়তো রাজকোষে টান পড়বে, কিন্তু তা সত্ত্বেও সাধারণ মানুষ যাতে আরও বেশি করে ব্যয় করতে পারেন, তার সুযোগ করে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে । কারণ, বিকিকিনি বজায় থাকলে বা তা আরও বাড়লে পক্ষান্তরে চাঙ্গা হবে রাজকোষই ।"
তিনি আরও বলেন, "স্ট্যান্ডার্ড ডিডাকশন 50 হাজার থেকে 75 হাজার পর্যন্ত করা হয়েছে । অর্থাৎ 12 লক্ষ 75 হাজার পর্যন্ত আয়ের উপর কোনও করই দিতে হচ্ছে না নাগরিকদের । যাতে সাধারণ মানুষ আরও বেশি করে এফডি, শেয়ার বাজার ও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ কিংবা সোনা বা জমি কিনতে উৎসাহী হন, তার জন্য এই ব্যবস্থা ।"
অন্যদিকে কেন্দ্রীয় বাজেটের ভূয়সী প্রশংসা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি এই বাজেটকে স্বাগত জানিয়ে এক্স হ্যান্ডেলে ইংরেজিতে একটি পোস্ট করেছেন ৷ যার বাংলায় তর্জমা করলে কিছুটা এরকম দাঁড়ায়: "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই । 2025 সালের কেন্দ্রীয় বাজেট 'গরিব', যুবক, অন্নদাতা কৃষক এবং নারীদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে । 12 লক্ষ পর্যন্ত কোনও আয়কর দিতে হবে না । এই ঘোষণা মধ্যবিত্তদের ক্ষেত্রে বিরাট স্বস্তি এনে দিয়েছে । এরাই আমাদের দেশের করদাতা ।"
তিনি আরও লেখেন, "সিনিয়র সিটিজেনদের জন্যও রয়েছে বিশেষ স্বস্তি । কারণ সুদের উপর টিডিএস ছাড়ের সীমা 50 হাজার থেকে বাড়িয়ে 1 লক্ষ করা হয়েছে । এই বাজেট যুবসমাজের জন্য আশাব্যাঞ্জক । কারণ, স্কুলগুলিতে ব্রডব্যান্ড সুবিধা, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) শিক্ষার প্রসার এবং নতুন মেডিক্যাল আসন তৈরির উপর বিশেষ জোর দেওয়া হয়েছে।"