পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

ভারতে বাড়ছে ধনী ব্যক্তির সংখ্যা, জেনে নিন মূলধন লাভের উপর কর বাঁচানোর কৌশল - income tax - INCOME TAX

Tax Planning for Capital Gains: দেশে দিন দিন বাড়ছে ধনী ব্যক্তির সংখ্যা । যাঁদের অনেক সম্পত্তি রয়েছে ৷ ধনী ভারতীয়রা প্রচুর পরিমাণে অর্থ জমানোর জন্য সম্পত্তির উপর বিনিয়োগ করে সেগুলি ক্রয় এবং বিক্রি করে । কয়েকদিনে চলতি আর্থিক বছর শেষ হতে চলেছে ৷ টাকা বাঁচাতে সঠিকভাবে মূলধন লাভ কর পরিকল্পনা করতে হবে ৷ এই নিয়ে লিখছেন সুতানুকা ঘোষাল ।

Tax Planning
Tax Planning

By ETV Bharat Bangla Team

Published : Mar 28, 2024, 1:54 PM IST

কলকাতা, 28 মার্চ: কথায় বলে যা হয় ভালোর জন্যই হয় ৷ এই কথা একেবারে প্রযোজ্য ভারতীয় অর্থনীতির ক্ষেত্রে ৷ 2020 সালে যখন কোভিডের মতো অতিমারী সারা বিশ্বকে তার গ্রাসে নিয়েছিল তখন জনজীবনের পাশাপাশি এর প্রভাব পড়েছিল বিভিন্ন দেশের অর্থনীতিতেও ৷ বাদ যায়নি ভারতের মতো উন্নয়নশীল দেশও ৷ তবে খড়া কাটিয়ে খুব শীঘ্র চাঙ্গা হতে শুরু করে ভারতীয় অর্থনীতি ৷ কোভিডের পর সবাইকে চমকে দিয়ে অসাধারণ উন্নতি করেছে ভারতীয় অর্থনীতি এবং বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতিগুলির মধ্যে একটি হিসাবে আবির্ভূত হয়েছে । এর ফলে দেশে অনেক হাই নেট ওয়ার্থ ইনডিভিজ্যুয়ালস বা ধনী ব্যক্তির সংখ্যা বেড়েছে ।

নাইট ফ্রাঙ্কের রিপোর্ট অনুসারে, ভারতে 7 লক্ষ 97 হাজার 714 জন ব্যক্তি যাদের প্রচুর মূলধন রয়েছে বা যাদের সম্পত্তির মূল্য 1 মিলিয়ন মার্কিন ডলার বা তার বেশি । আগামী পাঁচ বছরে এই ধরনের ব্যক্তিরা সংখ্যায় দ্বিগুণ হয়ে যাবে এবং সম্পত্তির পরিমাণ বিশাল সংখ্যায় অর্থাৎ 107 শতাংশ বৃদ্ধি পেয়ে 1.65 মিলিয়ন হবে ।

2023 সালের বাজেটে 37 শতাংশ আয়কর সারচার্জ হার কমিয়ে 25 শতাংশ করা হয়েছে ৷ তবে এই সুবিধা শুধুমাত্র তারা পাবে যারা নতুন কর ব্যবস্থাকে বেছে নেবে । 2 কোটি টাকার বেশি আয়ের উপরে সর্বোচ্চ সারচার্জ হবে 25 শতাংশ । এটি সর্বোচ্চ হার অর্থাৎ 5 কোটি টাকার বেশি যাদের আয় তাদের সারচার্জ খরচ প্রায় 42.7 শতাংশ থেকে প্রায় 39 শতাংশ কমিয়ে দেবে ।

তবে 2 কোটি থেকে 5 কোটি টাকার আয়কর স্ল্যাবের জন্য করের হারে কোনও পার্থক্য নেই । এর মধ্যে যাদের আয় তাদের 39 শতাংশ (30 + 25 + 4 শতাংশ) কর দিতে হবে । 2023-24 এর আর্থিক বছর শেষ হতে আর তিনদিন বাকি ৷ এই সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ধনী ব্যক্তিদের টাকা বাঁচাবে এমন কর পরিকল্পনা করে রাখা গুরুত্বপূর্ণ ।

মূলধন লাভ কর

মূলধন লাভ হল যে কোনো সম্পত্তি বিক্রি করে সেখান থেকে পাওয়া লাভ । এই ধরনের লাভ বিনিয়োগ বা রিয়েল এস্টেট সম্পত্তি বিক্রির মাধ্যমে অর্জিত হতে পারে । যেমন ধরুন আপনি 1 লক্ষ টাকায় একটি সম্পত্তি কিনেছিলেন সেটাকে 5 লক্ষ বিক্রি করলেন ৷ আপনার 4 লক্ষ টাকা মুনাফা বা লাভ হল ৷ এটাই মূলধন লাভ ৷ সময়কালের উপর নির্ভর করে এই মূলধন লাভ হয় স্বল্পমেয়াদি বা দীর্ঘমেয়াদি হতে পারে । যেহেতু মুনাফাকে একটি 'আয়' হিসাবে ধরা হয়, তাই তার উপরও কর ধার্য্য ৷ এর করকেই মূলধন লাভ কর হিসাবে পরিচিত ।

মূলধন লাভ করের ধরন

মূলধন লাভ মূলত দুই প্রকার

  • স্বল্পমেয়াদি মূলধন লাভ কর

36 মাসেরও কম সময় ধরে রাখা যেকোন সম্পত্তিকে স্বল্পমেয়াদি সম্পদ বলা হয় । স্থাবর সম্পত্তির ক্ষেত্রে সময়কাল 24 মাস । এই ধরনের সম্পত্তি বিক্রির মাধ্যমে যে মুনাফা পাওয়া যায় তা স্বল্পমেয়াদি মূলধন লাভ হিসাবে বিবেচিত হবে এবং সেই অনুযায়ী কর তার উপর আরোপ করা হবে ।

  • দীর্ঘমেয়াদি মূলধন লাভ কর

তিন বছর বা 36 মাসের বেশি সময় ধরে রাখা যেকোনো সম্পত্তিকে দীর্ঘমেয়াদি সম্পদ বলে অভিহিত করা হয় । এই ধরনের সম্পত্তি বিক্রির মাধ্যমে উৎপন্ন লাভকে দীর্ঘমেয়াদি মূলধন লাভ হিসাবে গণ্য করা হয় এবং সেই অনুযায়ী কর ধার্য করা হয় ।

প্রেফারেন্স শেয়ার, ইক্যুইটি, ইউটিআই ইউনিট, সিকিউরিটিজ, ইক্যুইটি-ভিত্তিক মিউচুয়াল ফান্ড এবং জিরো-কুপন বন্ডের মতো সম্পদগুলিকেও দীর্ঘমেয়াদি মূলধন সম্পদ হিসাবে বিবেচনা করা হয়, যদি সেগুলি এক বছরের বেশি সময় ধরে রাখা হয় ।

আয়কর আইনের ধারা 80সি-এর অধীনে বিনিয়োগকারী যদি এক বছরের মধ্যে সম্পত্তি বিক্রি করার সিদ্ধান্ত নেয় তবে স্বল্পমেয়াদি মূলধন লাভ 15 শতাংশ হারে কর চাপানো হবে । একটি দীর্ঘমেয়াদি মিউচুয়াল ফান্ড ক্যাপিটাল গেইন ট্যাক্স ইক্যুইটি-ভিত্তিক তহবিল এবং শেয়ারের মাধ্যমে উৎপন্ন 1 লক্ষ টাকার বেশি লাভের উপর 10 শতাংশ কর ধার্য করা হয় ।

ধনীদের জন্য মূলধন লাভজনক কর পরিকল্পনা

ধনীদের জন্য ভারতে ক্যাপিটাল গেইন ট্যাক্স বা মূলধন লাভজনক কর পরিকল্পনায় সম্পত্তি বিক্রির উপর করের বোঝা কমানোর কৌশল রয়েছে । কিছু উপায় আছে যার মাধ্যমে তারা তাদের মূলধন লাভ কর কমাতে পারে ।

  • ইনডেক্সেশন বেনিফিট বা সূচক সুবিধা:ধনীরা মুদ্রাস্ফীতির জন্য সম্পত্তি অধিগ্রহণের খরচ সামঞ্জস্য করতে সূচক সুবিধা ব্যবহার করতে পারে । সরকার ধনীদের দ্বারা প্রদত্ত খরচ মুদ্রাস্ফীতি সূচক (সিআইআই) ব্যবহার করে বর্তমান হার এবং কম মূলধন লাভের সঙ্গে খরচ সামঞ্জস্য করতে পারে ।
  • কর ছাড় এবং হ্রাস:ধনীরা নির্দিষ্ট ধরণের বিনিয়োগের জন্য উপলব্ধ কর ছাড় এবং হ্রাসের দিকগুলি অন্বেষণ করতে পারে । উদাহরণস্বরূপ, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (এনএইচএআই) বা গ্রামীণ বিদ্যুতায়ন নিগম (আইইসি) দ্বারা জারি করা ক্যাপিটাল গেইন বন্ডের মতো নির্দিষ্ট বন্ডগুলিতে বিনিয়োগগুলি মূলধন লাভ কর থেকে ছাড় দেয় ৷
  • ক্যাপিটাল লস সেট-অফ:ধনীরা তাদের সামগ্রিক করের বোঝা কমাতে মূলধন লাভের বিপরীতে মূলধন ক্ষতি বন্ধ করতে পারে । মূলধন ক্ষতি আটটি মূল্যায়ন বছর পর্যন্ত এগিয়ে নেওয়া যেতে পারে এবং ভবিষ্যতের মূলধন লাভ বাড়ানোর ক্ষেত্রে করতে ব্যবহার করা যেতে পারে ।
  • ট্যাক্স-অ্যাডভান্টেজেড অ্যাকাউন্ট: ধনীরা কর সুবিধা ভোগ করতে এবং সম্ভাব্যভাবে তাদের মূলধন লাভ করের দায় কমাতে ইক্যুইটি লিঙ্কড সেভিংস স্কিম (ইএলএসএস) বা জাতীয় পেনশন স্কিম (এনপিএস) এর মতো অবসরকালীন ট্যাক্স-অ্যাডভান্টেজেড অ্যাকাউন্টগুলিতে বিনিয়োগ করার কথা বিবেচনা করতে পারে ।

মূলধন লাভ পুনরায় বিনিয়োগ

এর পাশাপাশি ধনী ব্যক্তিরা মূলধন লাভের টাকা পুনরায় বিনিয়োগ করার কথা বিবেচনা করতে পারে ৷ তিনটি উপায়ে তা করা যেতে পারে ৷

  • 54 ইসি বন্ড: ধনীরা আয়কর আইনের ধারা 54ইসি'র অধীনে সরকারী সংস্থাগুলির দ্বারা জারি করা নির্দিষ্ট বন্ডগুলিতে তাদের মূলধন লাভ বিনিয়োগ করতে পারে ৷ এই বন্ডগুলির পাঁচ বছরের লক-ইন সময়কাল থাকে এবং পুনরায় বিনিয়োগ করা মূলধন লাভের উপর কর ছাড় দেয় ।
  • স্টার্টআপ এবং ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড: সরকারের স্টার্টআপ ইন্ডিয়া উদ্যোগের অধীনে যোগ্য স্টার্টআপগুলিতে বিনিয়োগ আয়কর আইনের 54ডিবি ধারার অধীনে কর সুবিধা প্রদান করতে পারে ।
  • ট্যাক্স-সেভিং ইনস্ট্রুমেন্ট: পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ), ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (এনএসসি) বা ট্যাক্স-সেভিং ফিক্সড ডিপোজিটের মতো ট্যাক্স-সেভিং ফান্ডে মূলধন লাভ বিনিয়োগ করুন ।

এই উপায়গুলি আয়কর আইনের ধারা 80সি-এর অধীনে কর সুবিধা প্রদান করে এবং ধনীদেরকে সম্পদ থেকে টাকা ফেরত পাওয়ার পাশাপাশি পুনরায় বিনিয়োগ করা পরিমাণের উপর কর ছাড় দেয় ।

আরও পড়ুন:

  1. নতুন না পুরনো, কোন আয়কর ব্যবস্থা আপনার জন্য উপযুক্ত?
  2. চলতি আর্থিক বছরে কর সাশ্রয়ের দশটি সেরা উপায়, জেনে নিন আজই
  3. কিনতে হবে না, এই 5 অ্যাপ থেকে সামান্য ভাড়ায় চালিয়ে নিন আপনার স্বপ্নের বাইক !

ABOUT THE AUTHOR

...view details