নয়াদিল্লি, 21 এপ্রিল: অনুমানকে ছাপিয়ে গেল প্রত্যক্ষ কর আদায়ের হিসাব ৷ বছরে 17.7 শতাংশ বৃদ্ধি পেয়েছে দেশের মোট প্রত্যক্ষ কর সংগ্রহ ৷ মার্চ মাসে শেষ হওয়া গত অর্থবর্ষে 19.58 লক্ষ কোটি টাকা প্রত্যক্ষ কর আদায় করা হয়েছে ৷ আয় এবং কর্পোরেট কর থেকেই প্রত্যক্ষ করের বেশিরভাগটা সংগ্রহ করা হয় ৷ 2023-24 আর্থিক বছরে বাজেটের আগে কর আদায়ের অনুমান করা হয় 1.35 লক্ষ কোটি (7.40 শতাংশ) এবং বাজেটে সংশোধিত অনুমান 13 হাজার কোটি টাকা ছিল ৷ সেই সব অনুমানকে ছাড়িয়ে গিয়ে গত অর্থবর্ষেই প্রত্যক্ষ কর আদায় হয়েছে 19.58 লক্ষ কোটি টাকা ।
কেন্দ্র সরকার 1 ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেট পেশ করে ৷ তাতে এপ্রিল 2023 থেকে মার্চ 2024 এই সময়ের মধ্যে প্রত্যক্ষ কর সংগ্রহের লক্ষ্যমাত্রা বাড়িয়ে 19.45 লক্ষ কোটি টাকা করেছিল । এর সঙ্গে সংশোধিত অনুমান অনুসারে 2024 অর্থবর্ষের জন্য মোট কর আদায়ের লক্ষ্য দাঁড়িয়েছে 34.37 লক্ষ কোটি টাকা । যদিও 2023-24 অর্থবছরে মোট প্রত্যক্ষ কর সংগ্রহ (অস্থায়ী) 18.48 শতাংশ বেড়ে 23.37 লক্ষ কোটি টাকা হয়েছে, নেট আয় (রিফান্ডের জন্য অ্যাকাউন্টিংয়ের পরে) 17.7 শতাংশ বেড়ে 19.58 লক্ষ কোটি টাকা হয়েছে, যা অর্থনীতিতে উচ্ছ্বাস এবং বৃদ্ধিকে প্রতিফলিত করে ব্যক্তি এবং কর্পোরেটদের আয়ের মাত্রা ।
সিবিডিটি একটি বিবৃতিতে বলেছে, 2023-24 আর্থিক বছরে মোট 3.79 লক্ষ কোটি টাকার রিফান্ড জারি করা হয়েছে ৷ গত অর্থবর্ষের জন্য প্রত্যক্ষ কর সংগ্রহের অস্থায়ী পরিসংখ্যান দেখায় যে নেট সংগ্রহ 19.58 লক্ষ কোটি টাকা, যা আগের আর্থিক বছরে অর্থাৎ 2022-23 অর্থবর্ষে 16.64 লক্ষ কোটি টাকার তুলনায় বেশি ৷ 2023-24 অর্থবর্ষের বাজেটে বছরের জন্য সংগ্রহের পরিমাণ 18.23 লক্ষ কোটি টাকা ছিল, যা সংশোধন করে পরে 19.45 লক্ষ কোটি টাকা করা হয়েছিল । অস্থায়ী প্রত্যক্ষ কর সংগ্রহ (নেট রিফান্ড ) বাজেটে 7.40 শতাংশ এবং সংশোধিত করে 0.67 শতাংশ অতিক্রম করেছে ৷