নয়াদিল্লি, 16 অক্টোবর:মোদি সরকার বুধবার দীপাবলির আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য 3 শতাংশ মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির অনুমোদন দিয়েছে। এর আগে, সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা (DA) ছিল 50 শতাংশ। কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত 3 শতাংশ বৃদ্ধির ঘোষণার পর মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণ (পেনশনভোগীদের জন্য) বাড়িয়ে 53 শতাংশ হবে, যা 1 জুলাই, 2024 থেকে কার্যকর হচ্ছে ৷
কেন্দ্রীয় সরকারের অনুমোদনের পর 3 শতাং মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির সঙ্গে, একজন ন্যূনতম বেতনভোগী কেন্দ্রীয় সরকারি কর্মচারী, যার বেসিক বেতন প্রতি মাসে প্রায় 18,000 টাকা, তাঁর 1 জুলাই, 2024 থেকে প্রতি মাসে প্রায় 540 টাকা মাইনে বৃদ্ধি পেতে চলেছে । অর্থাৎ, ওই সরকারি কর্মচারী কেন্দ্রের এই সিদ্ধান্তের পর জুলাই, অগস্ট এবং সেপ্টেম্বরের জন্য বকেয়া বা এরিয়ার বাবদ টাকাও পাবেন।