কলকাতা, 5 ডিসেম্বর: ফের বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ৷ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্সের (AICPI) ভিত্তিতে অনুমান করা হচ্ছে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের শীঘ্রই আরও 3 শতাংশ DA বৃদ্ধি হতে পারে ৷ গত বছরের অক্টোবরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। শেষবারের এই বৃদ্ধির ফলে বর্তমানে 53 শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। এর আগে তাঁরা 50 শতাংশ হারে পেতেন। নতুন মহার্ঘ ভাতার হার কার্যকর হওয়ার পর থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা মোটা অঙ্কের টাকা হাতে পাচ্ছেন।
এদিকে রাজ্য সরকারি কর্মচারীরা এখনও 14 শতাংশ হারে মহার্ঘ ভাতা (DA) পান। রাজ্য সরকারি কর্মচারীদের অভিযোগ, বাকি সব রাজ্য অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্সের (AICPI) ভিত্তিতে মহার্ঘ ভাতা দিলেও বাংলায় রাজ্য সরকার মাত্র 14 শতাংশ হারে মহার্ঘ ভাতা দিচ্ছে। অর্থাৎ, বাংলায় রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় 39 শতাংশ কম মহার্ঘ ভাতা পাচ্ছেন ৷
মহার্ঘ ভাতা নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও চলছে। রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ রাস্তায় নেমে আন্দোলনও করেছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সমান মহার্ঘ ভাতার দাবিতে। তবে তাতেও সমাধানসূত্র মেলেনি। ফলে রাজ্য সরকারি কর্মচারীদের দাবি, তাঁরা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় মাসে হাজার হাজার টাকা কম বেতন পাচ্ছেন। চলুন এবার দেখে নেওয়া যাক কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা কত টাকা কম বেতন পাচ্ছেন ৷