নয়াদিল্লি, 23 জুলাই: জুন মাসে পুনঃনির্বাচিত হওয়ার পর থেকে 23 জুলাই বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ ৷ এই বাজেটে কেন্দ্রীয় সরকার দেশীয় প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষার জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণে পড়ুয়াদের আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছে ৷
বাজেট বক্তৃতায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, দেশীয় প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষার জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে আর্থিক সহায়তা দেবে কেন্দ্র ৷ এর পাশাপাশি, 2024-25-এর কেন্দ্রীয় বাজেটে দেশের শিক্ষা, কর্মসংস্থান এবং দক্ষতা বৃদ্ধির উপর বিশেষ জোর দেওয়া হয়েছে ৷ এর জন্য এই বাজেটে 1.48 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে । লোকসভায় বাজেট পেশ করে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন যে, এই বরাদ্দ অর্থ দেশের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন, এমএসএমই এবং মধ্যবিত্তের স্বার্থে ব্যায় করা হবে । এর সঙ্গেই তিনি বলেন, কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা পাঁচ বছরের জন্য বাড়িয়ে দিয়েছে যার মধ্যমে দেশের 80 কোটি মানুষ উপকৃত হচ্ছেন ।