নয়াদিল্লি, 23 জুলাই: শরিক তেলুগু দেশম পার্টিকে তুষ্ট করতে বাজেটে অন্ধ্রপ্রদেশের প্রতি উপুড়হস্ত তৃতীয় নরেন্দ্র মোদি সরকার ৷ মঙ্গলবার বাজেট বক্তৃতায় অন্ধ্রপ্রদেশের রাজধানীর উন্নয়নের জন্য 2025 আর্থিক বছরে 15,000 কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ।
কেন্দ্রের পরিকল্পনার অধীনে অন্ধ্রপ্রদেশের রাজধানী হিসাবে অমরাবতীর উন্নয়নের জন্য 15,000 কোটি টাকা বরাদ্দ করা হবে বলে জানান সীতারামন ৷ তিনি আরও বলেন যে, বহুপাক্ষিক তহবিল সংস্থাগুলি থেকে অর্থ সংগ্রহ করা হবে এবং কেন্দ্রের মাধ্যমে তা প্রেরণ করা হবে ।
অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইনে প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যের কথা মাথায় রেখে নির্মলা সীতারামন বলেন, "রাজ্যের মূলধনের প্রয়োজনীয়তা স্বীকার করে আমরা বহুপাক্ষিক সংস্থাগুলির মাধ্যমে বিশেষ আর্থিক সহায়তার সুবিধা দেব ।" বর্তমান অর্থবছরে 15,000 কোটি টাকার ব্যবস্থা করা হবে । অন্ধ্রপ্রদেশের রাজধানী হিসাবে অমরাবতীর উন্নয়নের জন্য 15,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে । তৃতীয় নরেন্দ্র মোদির সরকারের বাজেটে অন্ধ্রপ্রদেশের উপর জোর দেওয়াটা প্রত্যাশিতই ছিল ৷ লোকসভা নির্বাচনের পরে এনডিএ জোটে 'কিংমেকার' মিত্র হিসাবে আবির্ভূত হয়েছিল তেলুগু দেশম পার্টি (টিডিপি) ।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী আরও বলেন যে, কেন্দ্রীয় সরকার অর্থায়ন এবং অন্ধ্রপ্রদেশের গুরুত্বপূর্ণ পোলাভারম প্রকল্পের দ্রুত সমাপ্তির জন্য প্রতিশ্রুতিবদ্ধ কারণ এটি দেশে খাদ্য সুরক্ষাকে সহজতর করবে । তাঁর কথায়, "আমাদের সরকার পোলাভারম সেচ প্রকল্পের অর্থায়ন এবং দ্রুত সমাপ্তির জন্য সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ, যা অন্ধ্রপ্রদেশ এবং সেখানকার কৃষকদের জন্য লাইফলাইন । এটি আমাদের দেশের খাদ্য সুরক্ষাকেও সহজ করবে ৷"
এই রাজ্যে প্রয়োজনীয় পরিকাঠামোর উন্নয়নের জন্য তহবিল প্রদানের বিষয়ে সীতারামন বলেন, "অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইনের অধীনে শিল্প বিকাশের প্রচারের জন্য, জল, বিদ্যুৎ, রেলপথ ও রাস্তার মতো প্রয়োজনীয় পরিকাঠামোর জন্য তহবিল সরবরাহ করা হবে ।" অর্থমন্ত্রী বিশাখাপত্তনম-চেন্নাই শিল্প করিডোর এবং হায়দরাবাদ চেন্নাই শিল্প করিডোরে মূলধন বিনিয়োগের জন্য অতিরিক্ত বরাদ্দেরও ঘোষণা করেছেন । বাজেট বক্তৃতায় তিনি বলেন, "বিশাখাপত্তনম-চেন্নাই ইন্ডাস্ট্রিয়াল করিডোরের কোপারথি নোডে এবং হায়দরাবাদ চেন্নাই ইন্ডাস্ট্রিয়াল করিডোরের ওরভাকাল নোডে, এই বছর অর্থনৈতিক বৃদ্ধিতে মূলধন বিনিয়োগের জন্য অতিরিক্ত বরাদ্দ দেওয়া হবে ৷"
সীতারামন অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইনে বর্ণিত রাজ্যের অনগ্রসর অঞ্চলগুলিতে অনুদান দেওয়ার প্রয়োজনীয়তার কথাও বলেন । তাঁর কথায়, "রায়ালসীমা, প্রকাশম এবং উত্তর উপকূলীয় অন্ধ্রের পিছিয়ে পড়া অঞ্চলগুলির জন্য অনুদান প্রদান করা হবে যা আইনে বলা হয়েছে ৷"