পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

বাজেটে মধ্যবিত্ত আয়কর দাতাদের কর ছাড়ে বিশেষ ঘোষণা ? প্রশ্ন সব মহলে - Tax Relief in Budget - TAX RELIEF IN BUDGET

Union Budget 2024-25: বাজেটে কী ঘোষণা থাকছে করদাতাদের জন্য ? নির্মলা সীতারমণ কি এবার মধ্যবিত্ত আয়করদাতাদের জন্য বিশেষ কিছু কর ছাড়ের কথা ঘোষণা করবেন ?

Union Budget 2024-25
কেন্দ্রীয় বাজেট (প্রতীকী ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Jul 11, 2024, 1:08 PM IST

নয়াদিল্লি, 11 জুলাই: চলতি মাসের শেষেই নতুন সরকারের প্রথম বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এই বাজেট আগামী পাঁচ বছরের জন্য দেশের অ্যাজেন্ডা এবং নীতি নির্দেশনা নির্ধারণ করবে ৷ প্রায় 50 লক্ষ কোটি টাকা ব্যায়ের যে বাজেট পেশ করতে চলেছেন সীতারমণ, তা দেশের জিডিপির প্রায় 15 শতাংশ ৷

চলতি বছরের ফেব্রুয়ারিতে পেশ করা ভোট অন অ্য়াকাউন্ট বা অন্তর্বর্তীকালীন বাজেটে, লোকসভা নির্বাচনের আগে বড় কোনও পরিবর্তন বা বিশেষ ঘোষণা করেননি অর্থমন্ত্রী ৷ এমনকী কোনও পরিবর্তন করা হয়নি কর কাঠামোর ক্ষেত্রেও ৷ নতুন কোনও ঘোষণা নির্বাচনের মুখে ভোটারদের প্রভাবিত করতে পারে এমনটাই সেই সময় মনে করা হয়েছিল। তবে এবার, মধ্যবিত্ত করদাতারা যথেষ্ট আশাবাদী ৷ অর্থমন্ত্রী ট্যাক্স ফ্রন্টে তাদের কিছুটা সুরাহা করবেন বলেও মনে করছেন মধ্যবিত্তরা ৷ বিশেষ করে ব্যক্তিগত আয়করের ক্ষেত্রে কিছুটা স্বস্তি পাওয়ারও আসা করছেন তারা ৷

আয়কর আইনের 14 ধারা অনুযায়ী পাঁচ ধরনের আয়কে দেখানো হয় ৷ বেতন থেকে আয়, বাড়ির সম্পত্তি থেকে আয়, পেশা বা ব্যবসার মুনাফা এবং লভ্য়াংশ, মূলধন লাভ এবং অন্যান্য উৎস থেকে আয়। এখন একজন করদাতার আর্থিক বছরে 3 লাখ টাকার বেশি আয় রয়েছে, তাকে এই আয়কর আইন অনুযায়ী নির্ধারিত তারিখের আগে আয়কর রিটার্ন দাখিল করে কর প্রদান করতে হয়। আগে এই কর ছাড়ের সীমা ছিল এক বছরে 2.5 লক্ষ টাকা আয় ৷ সরকার গত বছরের বাজেটে নতুন কর ব্যবস্থার জন্য এটিকে বছরে 3 লক্ষ টাকা করেছে।

মূল কর ছাড়ের সীমা বছরে 3 লক্ষ টাকা থেকে বাড়িয়ে বছরে 5 লক্ষ করার দাবি রয়েছে বিভিন্ন মহলে। এক বছরে মৌলিক আয়কর ছাড়ের সীমা 3 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকা করা হলে মূলত সুবিধা পাবেন কয়েক লক্ষ মধ্যবিত্ত করদাতারা ৷ অন্যদিকে, গত বছরের বাজেটেও উচ্চ আয়ের করদাতাদের জন্য সারচার্জের হার কমিয়েছে সরকার। বছরে 50 লাখ থেকে 5 কোটি টাকার বেশি আয়ের জন্য সারচার্জের হার একই স্তরে রাখা হয়েছিল ৷ এক বছরে 5 কোটি টাকার বেশি আয়ের জন্য, আয়করের উপর সারচার্জ হার 37 শতাংশ থেকে 25 শতাংশে কমিয়ে আনা হয়েছিল ৷

সারচার্জ হারের এই হ্রাস শুধুমাত্র সেইসব করদাতাদের জন্য প্রযোজ্য যারা এই বছর এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন কর ব্যবস্থার আওতায় আসছেন ৷ গত বছর বাজেটে, সরকার নতুন কর ব্যবস্থার জন্য এই করদাতাদের এক বছরে 12 হাজার 500 টাকা থেকে 25 হাজারে ছাড়ের সীমাও বাড়িয়েছে ৷ এক বছরে করযোগ্য সীমা 5 লাখ টাকা থেকে বাড়িয়ে 7 লাখ টাকা করেছে। ফলে, যে করদাতারা নতুন কর ব্যবস্থা বেছে নিচ্ছেন তাদের বছরে 7 লাখ টাকার আয়ের জন্য কোনও কর দিতে হবে না। এমনকী এক বছরে 50 হাজার টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশনের সঙ্গে আয়কর না দেওয়ার কার্যকর সীমা বছরে 7.5 লক্ষ টাকা বেড়েছে।

ভারতের মধ্যবিত্ত করদাতারা ব্যক্তিগত খরচের সবচেয়ে বড় উৎস ৷ দেশের জিডিপি বৃদ্ধির সবচেয়ে বড় চালকও এরাই। ব্যক্তিগত আয়কর হারে যেকোনও সুবিধা সরাসরি এই করদাতাদের হাতে আরও নিষ্পত্তিযোগ্য আয় বাড়াতে সাহায্য করবে বলেই মনে করা হচ্ছে ৷ আয়কর আইনের ধারা 87 (A)-এর অধীনে ছাড় পাওয়ার জন্য কার্যকর করযোগ্য সীমা এক বছরে 7 লক্ষ টাকা থেকে 8 লক্ষ টাকা বা তার বেশি করার দাবি রয়েছে ৷ সরকার মূল ছাড়ের সীমা বছরে 3 লক্ষ টাকা থেকে বছরে 5 লক্ষ টাকায় বাড়ানোর কথা বিবেচনা করতে পারে ৷ যদি এটি হয় তবে মধ্যবিত্ত করদাতাদের জন্য এটি একটি বড় সুরাহা হবে, এমনটাই দাবি অর্থনীতিবিদদের ৷

ফলে যে করদাতারা নতুন কর ব্যবস্থা বেছে নিচ্ছেন তাদের বছরে 8.5 লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর আয়কর দিতে হবে না ৷ কারণ 50 হাজার টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশনও তাদের জন্য উপলব্ধ হবে ৷ সর্বশেষ সরকারী তথ্য অনুযায়ী, রাজস্ব সংগ্রহ বিশেষ করে ব্যক্তিগত আয়কর সংগ্রহের ক্ষেত্রে বড় লাভ ইতিমধ্যে এই মাসের শেষের দিকে কেন্দ্রীয় বাজেট উপস্থাপনের আগে অর্থমন্ত্রীর জন্য একটি বড় স্বস্তি হিসাবে এসেছে।

ABOUT THE AUTHOR

...view details