পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

তিন ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট 1 জানুয়ারি থেকে বন্ধ হয়ে যাবে; তালিকায় আপনারটা নেই তো? - RBI GUIDELINES FOR BANK ACCOUNTS

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন নিয়মে তিন ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট 1 জানুয়ারি থেকে বন্ধ হয়ে যাচ্ছে ৷ আপনার অ্যাকাউন্ট এই তালিকায় নেই তো? দেখে নিন...

RBI Guidelines For Bank Accounts
এই 3 ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট 1 জানুয়ারি থেকে বন্ধ হয়ে যাবে (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Dec 31, 2024, 8:00 AM IST

হায়দরাবাদ, 31 ডিসেম্বর: ব্যাঙ্ক গ্রাহকদের জন্য বড় খবর! রিজার্ভ ব্যাঙ্ক 1 জানুয়ারি, 2025-এ নিয়মে কিছু পরিবর্তন কার্যকর করবে যা সারা দেশের লক্ষ লক্ষ ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিকে প্রভাবিত করবে৷ সেই জন্য এই পরিবর্তনগুলি সম্পর্কে সচেতন হওয়া জরুরি ৷ না হলে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে ৷

নিরাপত্তা, স্বচ্ছতা এবং ব্যাঙ্কিং লেনদেনের পরিষেবা উন্নত করার লক্ষ্যে রিজার্ভ ব্যাঙ্ক তিন ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে৷ এর লক্ষ্য হল প্রতারণামূলক কার্যকলাপ, বিশেষ করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাকিং-এর ঝুঁকি কমানো, ব্যাঙ্কিং সিস্টেমকে আরও সহজ করে তোলা এবং ব্যাঙ্কিং ক্ষেত্রে ডিজিটালাইজেশন ও আধুনিকীকরণের কাজকে আরও উন্নত করা ৷ এবার জেনে নেওয়া যাক কোন 3 ধরণের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি 1 জানুয়ারি থেকে বন্ধ হয়ে যাবে ৷

দীর্ঘদিন ধরে লেনদেন না হওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট:

এমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেখানে দুই বছর বা তার বেশি সময় ধরে কোনও লেনদেন হয়নি৷ এই ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্টকে ডরমেন্ট অ্যাকাউন্ট (Dormant account) বলা হয় ৷ হ্যাকাররা প্রায়ই প্রতারণামূলক কার্যকলাপের জন্য এই ধরনের অ্যাকাউন্টগুলিকে ব্যবহার করে৷ ব্যাঙ্ক গ্রাহকদের এবং ব্যাঙ্কিং ব্যবস্থার সুরক্ষার জন্য রিজার্ভ ব্যাঙ্ক এই ধরনের অ্যাকাউন্টগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে৷

নিষ্ক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট:

যে অ্যাকাউন্টগুলি একটি নির্দিষ্ট সময় ধরে কোনও রকম লেনদেন করেনি (সাধারণত 12 মাস বা তার বেশি সময় ধরে লেনদেন না হওয়া অ্যাকাউন্ট), সেগুলি নিষ্ক্রিয় অ্যাকাউন্ট (Inactive Account) হিসাবে বিবেচিত হয়৷ ব্যাঙ্ক অ্যাকাউন্টের নিরাপত্তা ব্যবস্থা উন্নত করার জন্য এবং প্রতারণামূলক ঘটনার ঝুঁকি কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে রিজার্ভ ব্যাঙ্ক এই ধরনের অ্যাকাউন্টগুলিও বন্ধ করতে চলেছে৷ আপনার যদি এমন কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে গিয়ে থাকে, তবে অবিলম্বে সেটিকে সক্রিয় করতে উদ্যোগী হন৷

দীর্ঘদিন ধরে ব্যাঙ্ক ব্যালেন্স শূন্য থাকা অ্যাকাউন্ট:

যে অ্যাকাউন্টগুলিতে দীর্ঘ সময় ধরে ব্যালেন্স শূন্য হয়ে পড়ে রয়েছে, সেগুলিও বন্ধ করা হতে চলেছে৷ রিজার্ভ ব্যাঙ্কের লক্ষ্য এই ধরনের অ্যাকাউন্টের অপব্যবহার রোধ করা, আর্থিক ক্ষতি কমানো এবং গ্রাহকদের তাদের ব্যাঙ্কের সঙ্গে সক্রিয় সম্পর্ক বজায় রাখতে উৎসাহিত করা৷

ব্যাঙ্ক অ্যাকাউন্টের KYC আপডেট করা জরুরি:

ডরমেন্ট অ্যাকাউন্ট বা ইন্যাক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে অবিলম্বে KYC আপডেট করা জরুরি ৷ ব্যাঙ্ক অ্যাকাউন্টের কেওয়াইসি ব্যাঙ্কের শাখায় গিয়ে বা অনলাইনে আপডেট করা যেতে পারে৷ ব্যাঙ্ক অ্যাকাউন্ট সক্রিয় রাখার জন্য, কেওয়াইসি বিবরণ নির্ধারিত সময় অন্তর আপডেট করা উচিত৷ এছাড়াও, ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স বজায় রাখতে হবে৷

আরও পড়ুন
বেসরকারি ব্যাঙ্কে ইস্তফা-ছাঁটাই 25% বেড়েছে, পরিষেবা নিয়ে আশঙ্কায় রিজার্ভ ব্যাঙ্ক
2025 সালে ব্যাঙ্ককর্মীদের ছুটির তালিকায় 110 দিন ! কোন মাসে ক'দিন ব্যাঙ্ক বন্ধ ?

ABOUT THE AUTHOR

...view details