কলকাতা, 1 অগস্ট: ওলা ইলেকট্রিক মোবিলিটি 2 অগস্ট শুক্রবার তার প্রাথমিক পাবলিক অফার (আইপিও) চালু করতে চলেছে ৷ আগামী 6 অগস্ট, মঙ্গলবার পর্যন্ত এই আইপিওতে সাবস্ক্রাইব বা বিনিয়োগের আবেদন করা যেতে পারে। আয়ের দিক থেকে ওলা ইলেকট্রিক দেশের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক যানগুলির (ইভি) মধ্যে একটি। এটি ভারতের বৈদ্যুতিক যান নির্মাতা সংস্থার প্রথম আইপিও ।
ওলা ইলেকট্রিকের আইপিও 6,145.56 কোটি টাকা সংগ্রহের লক্ষ্যে আগামিকাল 2 অগস্ট সাবস্ক্রিপশনের জন্য খুলছে । আগামী 6 অগস্ট, 2024 পর্যন্ত এই আইপিওতে সাবস্ক্রাইব বা বিনিয়োগের আবেদন করা যেতে পারে।
ওলা ইলেকট্রিক আইপিওর শেয়ার দর কত?
এই আইপিওর একেকটি শেয়ারের মূল্য 72 টাকা থেকে 76 টাকা ধার্য করা হয়েছে । ন্যূনতম 195 শেয়ারের জন্য (একটি লটের আকার) আবেদন করতে হবে ৷ অর্থাৎ, খুচরো বিনিয়োগকারীদের এই আইপিওর জন্য ন্যূনতম 14,820 টাকা বিনিয়োগ করতে হবে ৷
ওলা ইলেকট্রিক মোবিলিটির শেয়ারগুলি শুক্রবার, অগস্ট 9, 2024 তারিখ BSE এবং NSE-তে তালিকাভুক্ত করা হতে পারে।
ওলা ইলেকট্রিকের IPO (ইটিভি ভারত) ওলা ইলেকট্রিক আইপিওর সর্বশেষ গ্রে মার্কেট দর:
বৃহস্পতিবার, 1 অগস্ট, সকাল 11টা 02 মিনিট নাগাদ OLA ইলেকট্রিক আইপিওর জন্য গ্রে মার্কেট প্রিমিয়াম (GMP) দর ছিল 16 টাকা 50 পয়সা । আজকের গ্রে মার্কেট দরের সঙ্গে ক্যাপ প্রাইস মিলিয়ে 76 টাকা প্রাইস ব্যান্ড সেট করা ওলা ইলেকট্রিক আইপিওর আনুমানিক তালিকা মূল্য বা লিস্টিং প্রাইস হল 92 টাকা 50 পয়সা। ওলা ইলেকট্রিক মোবিলিটির শেয়ার প্রতি 21.71 শতাংশের একটি প্রত্যাশিত লাভ বা ক্ষতি ইঙ্গিত দিচ্ছে।
ওলা ইলেকট্রিক আইপিও-এ মুনাফার সম্ভাবনা কতটা?
এই আইপিও সম্পর্কে এসবিআই সিকিউরিটিজ বলছে, 2022-24 আর্থিক বছরে কোম্পানিটি যথাক্রমে 297 শতাংশ এবং 266 শতাংশের চক্রবৃদ্ধি বার্ষিক বৃদ্ধির হারে উচ্চ মূলধন বৃদ্ধির পর্যায়ে রয়েছে । বর্তমান 2024 অর্থবর্ষে ওলা ইলেকট্রিকের প্রাইস ব্যান্ড 6.7 গুণ দামি।