নয়াদিল্লি, 24 মে: লক্ষ্মীবারে বিশেষ ঘোষণা টাটাদের ৷ হাসি ফুটল এয়ার ইন্ডিয়ারকর্মীদের মুখে ৷ বৃহস্পতিবারে টাটা গ্রুপের পক্ষ থেকে ঘোষণা করা হয়, এয়ার ইন্ডিয়ার বিমান চালক ও অন্য কর্মীদের বেতন বাড়ছে ৷ সর্বোচ্চ 15 হাজার টাকা পর্যন্ত বাড়বে বেতন ৷ বার্ষিক কর্ম মূল্যায়নের উপর ভিত্তি করে 1.8 লক্ষ টাকা পর্যন্ত বোনাসও দেওয়া হবে কর্মীদের ৷
বর্ধিত বেতন কার্যকর হবে 1 এপ্রিল থেকে ৷ টাটা গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমান সংস্থার কর্মীদের 5 হাজার টাকা থেকে 15 হাজার টাকা পর্যন্ত বেতন বাড়ানো হয়েছে ৷ কর্মীদের পদের উপর নির্ভর করে বাড়বে বেতন ৷ ফার্স্ট অফিসার থেকে সিনিয়র কমান্ডার সকলেরই বেতন বৃদ্ধি করা হচ্ছে ৷ সেইসঙ্গে বোনাসও 42 হাজার থেকে 1.8 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে ৷
এয়ার ইন্ডিয়ার একটি বিবৃতি অনুসারে, ফার্স্ট অফিসার এবং ক্যাপ্টেন পদে বার্ষিক বোনাস হিসেবে 60 হাজার টাকা দেওয়া হবে ৷ কমান্ডার এবং সিনিয়র কমান্ডার পদের কর্মীদের 1.32 লাখ এবং 1.80 লাখ টাকা বোনাস দেওয়া হবে। তবে জুনিয়র ফার্স্ট অফিসার পদে কর্মরতদের নির্দিষ্ট মাসিক বেতনে কোনও পরিবর্তন করা হয়নি। পাশাপাশি সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, যে সমস্ত পাইলটরা এপ্রিল 2023 থেকে মার্চ 2024 পর্যন্ত কমান্ড পদে আপগ্রেড হয়েছেন এবং প্রশিক্ষণ নিয়েছেন তাঁদের ক্ষেত্রেও বর্ধিত বেতন কার্যকর হবে ৷