পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

সপ্তাহে 5 দিন কাজ, শনি-রবি ব্যাঙ্ক বন্ধ ! কবে থেকে কার্যকর হচ্ছে এই ব্যবস্থা ?

ব্যাঙ্ক কর্মীদের মধ্যে 5 দিনের কার্যদিবস এবং 2 দিনের সাপ্তাহিক ছুটি পাওয়ার সম্ভাবনা বেড়েছে ৷ কবে কার্যকর হবে এই ব্যবস্থা ?

Banking
সপ্তাহে 5 দিন কাজ, শনি-রবি ব্যাঙ্ক বন্ধ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : 4 hours ago

কলকাতা, 6 নভেম্বর:ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন (Indian Bank Association) এবং ব্যাঙ্ক কর্মচারী ইউনিয়নগুলির মধ্যে ইতিমধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হওয়ায় ব্যাঙ্ক কর্মীদের মধ্যে 5 দিনের কার্যদিবস এবং 2 দিনের সাপ্তাহিক ছুটি পাওয়ার সম্ভাবনা বেড়েছে ৷ চুক্তির পরে, এখন এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের অনুমোদন মেলার অপেক্ষা, যা ব্যাঙ্কের কর্মচারীরা 2024 সালের পরে পাওয়া যাবে বলে আশা করছেন।

কিছু ব্যাঙ্ক কর্মচারী ইউনিয়ন যেমন ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন, দীর্ঘদিন ধরে সপ্তাহে 5 দিন কাজ আর শনি-রবি ছুটির দাবি করছে এবং পাশাপাশি আশ্বস্ত করা হয়েছে যে এই সিদ্ধান্তের বাস্তবায়নে গ্রাহক পরিষেবার সময় কখনওই হ্রাস পাবে না।

কেন্দ্রের অনুমোদনের সাপেক্ষে পরিবর্তন:

ব্যাঙ্ক কর্মীদের সপ্তাহে 5 দিন কাজ প্রসঙ্গে 2023 সালের ডিসেম্বরে ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন (IBA) এবং ব্যাঙ্ক ইউনিয়নগুলির মধ্যে একটি চুক্তি স্মারক স্বাক্ষরিত হয়েছিল। সেই অনুযায়ী, 5-দিনের কাজের চুক্তিতে 2-দিনের সাপ্তাহিক ছুটির প্রস্তাব অন্তর্ভুক্ত ছিল, কেন্দ্র সরকারি অনুমোদন সাপেক্ষে। এই চুক্তির পরে, 8 মার্চ, 2024-এ ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন (IBA) এবং ব্যাঙ্ক ইউনিয়নগুলি একত্রিত হয়ে যে প্রস্তাব স্বাক্ষরিত হয়েছিল সেটিতে শনি ও রবিবার ছুটি-সহ সপ্তাহে 5 দিন কাজের কথা উল্লেখ করা হয়। যদিও বিষয়টি এখনও কেন্দ্রীয় সরকার এবং রিজার্ভ ব্যাঙ্কের বিচারাধীন ৷

ব্যাঙ্ক কর্মীদের সপ্তাহে 5 দিন কাজের সিদ্ধান্ত কবে কার্যকর হবে ?

এসবিআই স্টাফ অ্যাসোসিয়েশনের (বেঙ্গল সার্কেল) প্রাক্তন ডেপুটি চিফ সেক্রেটারি অশোক মুখোপাধ্যায় জানান, এখন পর্যন্ত, কেন্দ্র সরকারের তরফে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক সময়সীমা ঘোষণা করা হয়নি। তবে এই বছরের শেষের দিকে বা 2025 সালের শুরুর দিকে এই বিষয়ে কেন্দ্রের বিজ্ঞপ্তি আশা করা হচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্ত অনুমোদিত হওয়ার পর, শনিবার আনুষ্ঠানিকভাবে 'নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট'-এর 25 ধারায় ছুটির দিন হিসেবে স্বীকৃতি পাবে। তবে এ বিষয়ে ডিরেক্টর অফ ফিনান্সিয়াল সার্ভিসেস সিদ্ধান্ত চূড়ান্ত করার ক্ষেত্রে তাদের মতামত জানানোর পর ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন (IBA) নিশ্চিত করবে ৷ তাই এখনই এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলার সময় আসেনি ৷

আরও পড়ুন
বড় সিদ্ধান্ত কেন্দ্রের ! ফের জুড়ে যাচ্ছে দেশের 15টি সরকারি ব্যাঙ্ক
ক্রিপ্টোকারেন্সি নিয়ে আশঙ্কার কথা শোনালেন আরবিআই-এর গভর্নর, কী বললেন তিনি?

ABOUT THE AUTHOR

...view details