পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

নারী দিবসের আগে দিল্লির মহিলাদের অ্য়াকাউন্টে 2500 টাকা, শপথ নেওয়ার আগেই ঘোষণা রেখার - DELHI CM REKHA GUPTA

দিল্লির মুখ্যমন্ত্রী চেয়ার বসার আগেই মহিলাদের মাসিক সহায়তার কথা জানিয়ে দিলেন রেখা গুপ্তা ৷ প্রথম কিস্তি 8 মার্চের মধ্যে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে জমা হবে ৷

Delhi CM designate Rekha Gupta
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা (সৌ: পিটিআই)

By PTI

Published : Feb 20, 2025, 12:17 PM IST

নয়াদিল্লি, 20 ফেব্রুয়ারি: দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার আগেই মহিলাদের বড় আশ্বাস দিলেন রেখা গুপ্তা ৷ বৃহস্পতিবারই দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন তিনি ৷ তার আগেই দিল্লির হবু মুখ্যমন্ত্রী জানান, তাঁর সরকার মহিলাদের জন্য 2500 টাকা মাসিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি পূরণ করবে ৷

বুধবার বিজেপি পরিষদীয় দলের বৈঠকে রেখা গুপ্তাকে সর্বসম্মতিক্রমে বিধানসভার নেতা নির্বাচিত করা হয় ৷ এরপরই তিনি জানিয়েছেন, মহিলাদের মাসিক সহায়তার প্রথম কিস্তি 8 মার্চের মধ্যে মহিলাদের অ্যাকাউন্টে জমা হবে ৷ দিল্লি ভোটে ইস্তেহারে ছিল বিজেপি ক্ষমতায় এলে আম আদমি পার্টি মাসিত 2100 টাকা সহায়তাকে ছাড়িয়ে যাবে। আগের আপ সরকারের নিন্দা করে রেখা গুপ্তা বলেন, "তাদের প্রতিটি পয়সার হিসাব জনগণকে দিতে হবে।" রামলীলা ময়দানে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে রেখা গুপ্তা কাশ্মীরি গেটে শ্রী মার্ঘাট ওয়াল হনুমান মন্দিরে যান ৷

তিনি আরও বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্ন পূরণ করা রাজধানীর 48 জন বিজেপি বিধায়কের দায়িত্ব। আমরা অবশ্যই মহিলাদের জন্য আর্থিক সহায়তা-সহ আমাদের সমস্ত প্রতিশ্রুতি পূরণ করব। 8 মার্চের মধ্যে মহিলাদের অ্যাকাউন্টে আর্থিক সহায়তার টাকা ঢুকে যাবে ৷" 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের গেজেট বিজ্ঞপ্তি অনুসারে বিজেপি বিধায়ক পরবেশ সাহেব সিং ভার্মা, আশিস সুদ, মনজিন্দর সিং সিরসা, রবিন্দর ইন্দ্রজ সিং, কপিল মিশ্র এবং পঙ্কজ সিংকে গুপ্তার মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হবে।

শপথ গ্রহণের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়, করাওয়াল নগরের বিধায়ক কপিল মিশ্র জানান, দিল্লির বিজেপি সরকার শহরের জন্য প্রধানমন্ত্রী মোদির দৃষ্টিভঙ্গি বাস্তবায়ন করবে। বিজেপি বিধায়ক পঙ্কজ সিং বলেন, "দল আমাকে মন্ত্রী করার সিদ্ধান্ত নিয়েছে ৷ যে দায়িত্ব দেওয়া হবে, আমি তা যথাযথভাবে পালন করব। আমি এখানে মানুষের সেবা করতে এসেছি।"

ABOUT THE AUTHOR

...view details