দাহোদ (গুজরাত), 1 ফেব্রুয়ারি:দেশজুড়ে যখন নারী নিরাপত্তা ও নারী অধিকারের কথা সর্বত্র চলছে, তখন নারী নির্যাতনের ঘটনাও পাল্লা দিয়ে বাড়ছে ৷ সম্প্রতি, গুজরাতের দাহোদ জেলায় যা ঘটেছে তা অত্যন্ত লজ্জাজনক ৷ এক মহিলাকে পরকীয়ার অভিযোগে প্রথমে প্রেমিকের বাড়ি থেকে টেনে বার করা হয় ৷ তারপর তাঁকে মারতে মারতে অর্ধনগ্ন করে বাইকে বসিয়ে ঘোরানো হয় গ্রামের রাস্তায় ৷ সেই দৃশ্য ক্যামেরা বন্দি করে ভাইরাল করা হয় সোশাল মিডিয়ায় ৷
সোশাল মিডিয়ায় ভিডিয়ো দেখে পুলিশ তড়িঘড়ি পদক্ষেপ করে ৷ ভিডিয়ো ভাইরাল হওয়ার পর ওই এলাকায় গিয়ে পুলিশ মহিলাকে উদ্ধার করে ৷ 15 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় ৷ পুলিশ 12 জনকে গ্রেফতার করে ৷ পুলিশ সূত্রে খবর, ঘটনাটি 28 জানুয়ারির ৷ ওই মহিলাকে তাঁর শ্বশুরবাড়ি লোকজন ও গ্রামবাসীরা মিলে অর্ধনগ্ন করে বাইকে চাপান ৷ তার আগে তাঁকে বেধড়ক মারধর করা হয় ৷ দাহোদ জেলার সানজেলি তালুক এলাকায় তাঁকে বাইকে করে ঘোরানো হয় ওই অবস্থায় ৷ সেখানে থাকা ব্যক্তিরা ক্যামেরায় ওই ঘটনার দৃশ্যবন্দি করে সোশাল মিডিয়ায় পোস্ট করেন ৷