পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভিনজাতের ছেলেকে বিয়ে, সম্মান রক্ষার্থে পুলিশ কনস্টেবল বোনকে খুন

অনার কিলিংয়ের শিকার হায়দরাবাদের পুলিশ কনস্টেবল ৷ প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর অন্য জাতের ছেলেকে বিয়ে করায় মর্মান্তিক পরিণতি ৷

Honour Killing in Hyderabad
মৃত পুলিশ কনস্টেবল নাগামণি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : 4 hours ago

ইব্রাহিমপত্তনম (তেলেঙ্গানা), 2 ডিসেম্বর: পরিবারের সম্মানরক্ষার্থে পুলিশ কনস্টেবল বোনকে খুন করল ভাই ৷ অনার কিলিংয়ের এই ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার রাঙ্গারেড্ডি জেলার ইব্রাহিমপত্তনম মণ্ডলে ৷

সার্কেল ইন্সপেক্টর (সিআই) সত্যনারায়ণ জানিয়েছেন, হায়াতনগর থানায় পোস্টিং ছিল পুলিশ কনস্টেবল নাগামণির ৷ সম্প্রতি দ্বিতীয়বার বিয়ে করেন তিনি । প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ভিন্ন জাতের ছেলেকে বিয়ে করেন ৷ সেই ঘটনাতেই পরিবারের সদস্যরা ক্ষুব্ধ হন । তাঁদের মতে, গত মাসে তিনি দীর্ঘদিনের প্রেমিক শ্রীকান্তকে বিয়ে করেন । সেই জন্যেই এই হত্যা ৷ অভিযুক্ত ছোট ভাইকে শনাক্ত করা হয়েছে ৷ তাকে গ্রেফতারের চেষ্টা চলছে । খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে ৷

সোমবার সকালে, নাগামণি নিজের গ্রাম রায়পলু থেকে এন্ডলাগুড়া যাচ্ছিলেন ডিউটি করতে ৷ তখন তার ছোট ভাই তাঁকে অনুসরণ করতে শুরু করে ৷ ইচ্ছে করে নাগামণির স্কুটিতে ধাক্কা দিয়ে তাঁকে ফেলে দেয় ৷ বোন রাস্তায় পড়ে যেতেই তাঁকে ছুরি দিয়ে কোপাতে থাকে ভাই ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় নাগামণির ৷

মৃত পুলিশ কনস্টেবল নাগামণি (ইটিভি ভারত)

নাগামণির স্বামীর বক্তব্য :

সদ্য বিবাহিতা স্ত্রীকে হারিয়ে স্বাভাবিকভাবেই বিধ্বস্ত নাগামণির স্বামী শ্রীকান্ত ৷ তিনি বলেন,"নাগামণি এবং আমি আট বছর ধরে প্রেম করছি । আমাদের ভালোবাসার কথা জেনে ওর বাড়ির লোক নাগামণির দিকে মনোযোগ দেওয়া বন্ধ করে দেয় । তখন থেকে চার বছর হস্টেলে থেকে পড়াশোনা করত । সেই সময় পড়াশোনা থেকে শুরু করে সবকিছুতেই সাহায্য করতাম আমি ৷ এরপর 2021 সালে কনস্টেবলের চাকরি পায় নাগামণি ৷ তখন থেকে ফের ওর বাবা-মা নাগামণির সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেন ৷"

তিনি আরও বলেন,"10 মাস আগে ও প্রথম স্বামীকে ডিভোর্স দেয় ৷ এরপর আমরা 10 নভেম্বর ইয়াদাগিরিগুট্টায় বিয়ে করি । বিয়ের পরপরই আমরা থানায় অভিযোগ দায়ের করি যে আমাদের মেরে ফেলার জন্য হুমকি দেওয়া হচ্ছে । পরিবারের সদস্যরা এর আগে প্রকাশ্যে ওকে হত্যা করার হুমকি দিয়েছিল । সোমবার রায়পলু ছেড়ে যাওয়ার আগে, নাগামণি আমাকে ফোন করে বলেছিল যে তার ছোট ভাই তাকে ধাওয়া করছে ৷ আমি তা শুনে আমার দাদাকে বিষয়টা জানায় ৷ কিন্তু ওর কাছে পৌঁছনোর আগেই হত্যা করা হয় নাগামণিকে ৷"

নাগামণির শ্বশুরবাড়ির প্রতিবাদ :

সোমবার এই ঘটনার পর শ্রীকান্তের পরিবার ইব্রাহিমপত্তনম থানার বাইরে বিক্ষোভ দেখায় ৷ নাগামণির জীবনের হুমকির বিষয়ে আগে অভিযোগ সত্ত্বেও কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ করেন তাঁর । ঘটনার বিচার ও দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে সড়ক অবরোধে সামিল হন নাগামণির শ্বশুরবাড়ির সদস্যরা ।

ABOUT THE AUTHOR

...view details