পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ফের নেকড়ের হামলা! গ্রামবাসীদের মারে মৃত্যু - Bahraich Wolf Attack - BAHRAICH WOLF ATTACK

ঘুমিয়ে থাকা শিশুকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল নেকড়েটি ৷ শিশুটির চিৎকারে মায়ের ঘুম ভাঙে ৷ শিশু ছেড়ে ছাগল নিয়ে পালায় নেকড়ে ৷

Wolf Attack
গ্রামবাসীদের মারে মৃত্যু হল নেকড়ের (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Oct 6, 2024, 3:20 PM IST

বাহরাইচ, 6 অক্টোবর:ফের নেকড়ের আতঙ্ক! এবার নেকড়েকে পিটিয়ে হত্যা করা হয়েছে ৷ শনিবার রাতে ঘটনাটি ঘটে উত্তর প্রদেশের তামাজপুর গ্রামের মহসি তেহসিলের ৷ এক শিশুকে নিয়ে পালাবার সময় তার মা চিৎকার করে ওঠে ৷ তখন নেকড়েটি শিশুকে ফেলে একটি ছাগল মুখে নিয়ে পালায় ৷ গ্রামবাসীরা তার পিছনে ধাওয়া করে ৷

কিছুদূর যাওয়ার পর নেকড়েটিকে ঘিরে ফেলে গ্রামবাসীরা ৷ তাকে পিটিয়ে মেরে ফেলা হয় ৷ নেকড়ের কাছে ছাগলটিও মৃত অবস্থায় পড়েছিল ৷ খবর পেয়ে ডিএফও ঘটনাস্থলে পৌঁছয় ৷ বন দফতরের দলটি দু'টি পশুর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷ এর আগেও নেকড়ের হামলার ঘটনা ঘটেছে ৷

জানা গিয়েছে, রাত তখন 10টা ৷ 3 বছরের নিয়াজ মশারির মধ্যে তার মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল ৷ এই সময় একটি নেকড়ে নিঃশব্দে সেখানে আসে ৷ সে শিশুটির উপর ঝাঁপিয়ে পড়ে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে ৷ শিশুটি চেঁচিয়ে ওঠে ৷ সঙ্গে সঙ্গে তার মাও চিৎকার করতে থাকে ৷ তখনই নেকড়েটি শিশুটিকে ছেড়ে দিয়ে কাছেই বেঁধে রাখা একটি ছাগলকে নিয়ে পালিয়ে যায় ৷ খুব বেশি রাত না-হওয়ায় গ্রামবাসীদের বেশিরভাগই জেগে ছিলেন। লাঠি নিয়ে ওই নেকড়ের পিছনে ধাওয়া করেন তাঁরা ৷

কিছুটা দূরে গিয়েই তাঁরা নেকড়েটিকে দেখতে পান ৷ গ্রামবাসীরা নেকড়েটিকে ঘিরে ধরে মারতে শুরু করেন ৷ তাতেই নেকড়েটির মৃত্যু হয় ৷ ততক্ষণে ছাগলটিরও মৃত্যু হয়েছে ৷ খবর পেয়ে ডিএফও অজিত প্রতাপ সিং ঘটনাস্থলে পৌঁছন ৷ তিনি জানান, গত 2 সেপ্টেম্বরের পর এমন ঘটনা আর ঘটেনি ৷ 10 সেপ্টেম্বর নেকড়ের একটি দলের 5 নম্বর নেকড়ে ধরা পড়েছিল ৷ এরপর আর কোথাও নেকড়ে দেখা যায়নি ৷ মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল ৷ একমাস ধরে কোথাও থেকে নেকড়ের হামলার খবর পাওয়া যায়নি ৷ আবার নেকড়ের হানা হল।

ডিএফও জানিয়েছেন, বন দফতরের কর্মীরা খবর দেয় যে মৃত নেকড়েটি তামাজপুর গ্রামে পড়ে রয়েছে ৷ তার কাছে একটি ছাগলও আছে ৷ তিনি বলেন, "আমরা একটি দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছই ৷ দু'টি পশুকেই নিয়ে আসি ৷ এর ময়নাতদন্তের জন্য একটি প্যানেল গঠন করা হয়েছে ৷ চিকিৎসক ময়নাতদন্ত করে রিপোর্ট দেবেন ৷ নেকড়েটিকে নৃশংসভাবে মারা হয়েছে ৷ তার মুখ দিয়ে রক্ত বেরচ্ছিল ৷"

গত তিন মাস ধরে মানুষ-খেকো নেকড়ে আতঙ্ক তৈরি করে দিয়েছিল ৷ নেকড়ের আক্রমণে এক মহিলা এবং 10 শিশুর মৃত্যু হয়েছে ৷ এরপর বিভিন্ন জায়গা থেকে 5টি মানুষ-খেকো নেকড়ের সন্ধান পাওয়া গিয়েছে ৷ অনুমান, আরও নেকড়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details