রামলালার দর্শনে যোগীরাজ্যের বিজেপি বিধায়করা লখনউ, 11 ফেব্রুয়ারি: অযোধ্যায় সদ্য উদ্বোধন হওয়া রাম মন্দির পরিদর্শে গেলেন উত্তরপ্রদেশ বিধানসভা এবং বিধান পরিষদের সদস্যরা ৷ আজ সকালে তাঁরা বাসে চড়ে রাম জন্মভূমি মন্দির দর্শনের জন্য রওনা হন ৷
সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োগুলিতে দেখা গিয়েছে, বিধায়করা তাঁদের সফর শুরু করার আগে উত্তরপ্রদেশের বিধানসভার বাইরে জড়ো হয়ে 'জয় শ্রীরাম' স্লেগান দিতে থাকেন ৷ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং উত্তরপ্রদেশ বিধানসভার অধ্যক্ষ সতীশ মাহানা রামলালার পুজো দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন বিধায়কদের ৷
বাসে ওঠার আগে সাংবাদিকদদের সঙ্গে কথা বলার সময় উত্তরপ্রদেশ বিধানসভার অধ্যক্ষ সতীশ মণ্ডন 'শ্রী রাম জন্মভূমি মুক্তি আন্দোলন'-এর অংশ হতে পেরে আনন্দ প্রকাশ করছেন । তিনি বলেন, "এটি আমার জন্য একটি বিশেষ মুহূর্ত যে আমি 'শ্রী রাম জন্মভূমি মুক্তি আন্দোলনের অংশ ছিলাম । একটি আবেগপূর্ণ মুহূর্ত । আমি খুব খুশি । ঈশ্বর আমাকে সুযোগ দিয়েছেন । এটা আমার জন্য বড় সৌভাগ্যের ব্যাপার ৷
রাম মন্দির উদ্বোধনে বিরোধীদের অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে স্পিকার বলেন, "যাঁরা আসবেন তাঁরাই আসবেন ৷ বিশ্বাস এবং ধর্ম কারও উপর চাপিয়ে দেওয়া যায় না, কিন্তু আমি যখন বিধানসভায় হাত তুলতে বলেছিলাম, তখন মাত্র 14 জন বিধায়ক আপত্তি জানিয়ে বলেছিলেন যে, তাঁরা যাবেন না । অন্যরা উপস্থিত হতে প্রস্তুত ছিলেন ।"
এ দিন কৃতজ্ঞতা প্রকাশ করে ভারতীয় জনতা পার্টি বিধায়ক রিতেশ গুপ্ত বলেন, "ভগবান রামলালার দর্শনের সুযোগ পেয়ে আমি সৌভাগ্যবান । প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের পরে, সবাই অযোধ্যা যেতে এবং দর্শন করতে চেয়েছিলাম । আজ সিএম যোগী আদিত্যনাথ, সমস্ত বিধায়ক একসঙ্গে অযোধ্যায় ভ্রমণ করবেন ৷"
একইভাবে, বিধায়ক সরিতা ভাদৌরিয়া তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, "আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে, আমি অযোধ্যায় যাওয়ার সুযোগ পেয়েছি ৷ রামলালার দর্শন পেয়ে আমি সৌভাগ্যবান । আমাদের পুরো প্রজন্ম ভাগ্যবান । আমি মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশ সীমান্তের মধ্যবর্তী গ্রামের বাসিন্দা । সেখানে লোকেরা মারধর খাচ্ছিলেন, তা সত্ত্ও তাঁদের এখনও রামের নাম বলতে দেখা যায় ।"
এদিকে, আরএলডি নেতা রাজপাল বালিয়ান এই সিদ্ধান্তটিকে ভালো বলে তকমা দিয়ে বলেন, "আমরা আজ অযোধ্যায় যাচ্ছি রামলালার দর্শনের জন্য, এটা আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ । সিদ্ধান্তটি খুবই উপযুক্ত, এই সফর আমাদের সকলকে একত্রিত করে ৷"
অযোধ্যায় রামলালার দর্শনে সমাজবাদী পার্টির বিধায়করা যেতে না চাওয়ার প্রসঙ্গে রাজপাল বলেন, "বারাণসীতে সারা ভারত থেকে আসা নেতাদের সম্মেলনেও তাঁরা যেতে চাননি ৷ আজও যদি তাঁরা না যান, এটা তাঁদের সিদ্ধান্ত । আমরা হিন্দু এবং আমাদের বিশ্বাসের অনুসারী হয়ে আজ আমরা যাচ্ছি ।" (এএনআই)
আরও পড়ুন:
- 'ফতোয়া নয়, সংবিধানে দেশ চলে ', বোরখা পরে রামলালার দর্শনে ভক্ত শবনম
- 'সিয়ারাম নেই, সীতা নেই ! ভয়ঙ্কর ফ্যাসিবাদ', রাম মন্দির প্রসঙ্গে মন্তব্য কৌশিক সেনের
- বুধেও রাম মন্দিরে উপড়ে পড়ছে ভিড়, আজও 5 লক্ষ ভক্ত সমাগম