পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মাঝ রাতে ঘরে ঢুকে 2 শিশুকে পিষে মারল হাতির পাল - ELEPHANTS ATTACK

বাবা-মায়ের সঙ্গে ঘরে ঘুমোচ্ছিল দুই শিশু ৷ মাঝ রাতে হঠাৎ চড়াও হাতির পাল ৷ দুই শিশুকে পিষে মারল বন্য জন্তুরা ৷

Elephant Attack in Chhattisgarh
ছত্তিশগড়ে হাতির হানায় মৃত্যু দুই শিশুর (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Nov 10, 2024, 10:43 PM IST

Updated : Nov 10, 2024, 10:51 PM IST

সুরজপুর (ছত্তিশগড়), 10 নভেম্বর: মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত ৷ কুঁড়েঘরে ঢুকে একই পরিবারের দুই ঘুমন্ত শিশুকে পিষে মারল হাতির পাল ৷ কোনওরকমে পালিয়ে প্রাণ বাঁচাল বাবা-মা ৷ শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের সুরাজপুর জেলায় ৷ যদিও এই ঘটনায় বন দফতরের দাবি, বারণ সত্ত্বেও পশুদের বিচরণের এলাকা দখল করছে মানুষ ৷ তাতেই এই ঘটনা ৷

সেদিন রাতে 11টি হাতির একটি পাল হানা দেয় রামানুজনগরের মুলকি পাহাড়ের চূড়ায় । মাঝরাতে বন্যজন্তুর আক্রমণের মুখে পড়ে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন দম্পতি ৷ তার মধ্যেই ঘরে ঢুকে ঘুমন্ত দুই শিশুকে পিষে মারে বুনো হাতির দল ৷ কোনওরকমে কুঁড়েঘর থেকে পালিয়ে প্রাণে বাঁচেন দম্পতি ৷

এই বিষয়ে সুরাজপুরের বিভাগীয় বন কর্মকর্তা পঙ্কজ কামাল জানান, রামানুজনগরের একটি কুঁড়েঘরে বসবাসরত পান্ডো পরিবার ঘুমিয়ে থাকার সময় হাতির পাল তাদের উপর হামলা চালায় । এই হামলায় দুই শিশু ঘটনাস্থলেই মারা যায় এবং তাদের বাবা-মা কোনওভাবে অক্ষত অবস্থায় প্রাণে বাঁচতে পালিয়ে যান । স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে সুরাজপুরের রামানুজনগরে 11টি হাতির পাল ঘুরে বেড়াচ্ছে ।

বন বিভাগ ঘটনার সত্যতা নিশ্চিত করায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে । হাতির আক্রমণের খবর পেয়ে বন বিভাগ ঘটনাস্থলে পৌঁছে নিহত দুই শিশুর পরিবারকে 25 হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে । তবে এই ঘটনায় বন বিভাগের কর্মকর্তারা জানান যে, একাধিকবার নিষেধ করা সত্ত্বেও বনাঞ্চলে কুঁড়েঘর তৈরি করছে লোকজন । যার ফলে বন্য জন্তুদের বিচরণের এলাকা কমে যাওয়ায় তাদের আক্রমণ বেড়ে যাচ্ছে ৷ তাতেই প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের ৷

  • রাত দুপুরে হঠাৎ দরজা ধাক্কা ! টের পেতেই পড়িমড়ি করে ছুটলেন রিসর্টের কর্মীরা, দেখুন সিসিটিভি ফুটেজ
Last Updated : Nov 10, 2024, 10:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details