পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দেশজুড়ে লাগু হয়ে গেল আদর্শ আচরণবিধি, জেনে নিন কী কী মেনে চলতে হবে

Lok Sabha Elections 2024: লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিল নির্বাচন কমিশন ৷ এই ঘোষণার সঙ্গে সঙ্গে দেশজুড়ে লাগু হয়ে গেল আদর্শ আচরণবিধি ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Mar 16, 2024, 4:16 PM IST

Updated : Mar 16, 2024, 5:11 PM IST

নয়াদিল্লি, 16 মার্চ: লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দিল নির্বাচন কমিশন ৷ একই সঙ্গে সারা দেশে লাগু হয়ে গেল মডেল কোড অফ কন্ডাক্ট বা আদর্শ আচরণবিধি ৷ নির্বাচনের ফলাফল ঘোষণার আগে পর্যন্ত দেশজুড়ে বলবৎ থাকবে এই মডেল কোড অফ কন্ডাক্ট ৷ প্রার্থী এবং রাজনৈতিক দলগুলিকে অবশ্যই আদর্শ আচরণবিধির নির্দেশিকাগুলি কঠোরভাবে মেনে চলতে হবে ৷ কোনওভাবে তা লঙ্ঘন করলে নির্বাচন কমিশন সেই দল বা ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে ৷

মডেল কোড অফ কন্ডাক্ট কী ?

আদর্শ আচরণবিধি হল নির্বাচনের সময় রাজনৈতিক দল এবং প্রার্থীদের প্রচারণা নিয়ন্ত্রণের জন্য নির্বাচন কমিশন কর্তৃক জারি করা কিছু নির্দেশিকা । এর মূল লক্ষ্য ভোটারদের প্রভাবিত করতে পারে বা ভোট প্রক্রিয়াকে ব্যহত করতে পারে এমন চেষ্টা প্রতিরোধ করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনা করা ।

আদর্শ আচরণবিধি বলবৎ হওয়ার পর কি হবে ?

  • নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন সরকার কোনও জনদরদী প্রকল্প ঘোষণা করতে পারবে না ৷ যাতে নির্বাচনের আগে কোনওভাবে ভোটাররা প্রভাবিত না হন ৷
  • নির্বাচন ঘোষণার পর প্রার্থীদের আর্থিক অনুদান ঘোষণা করা নিষিদ্ধ ।
  • সরকার নতুন প্রকল্প যেমন শুরু করতে পারে না ৷ তেমনই নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করতে পারে না ।
  • অবকাঠামো উন্নয়ন সম্পর্কিত প্রতিশ্রুতি দিতে পারে না ৷ যেমন রাস্তা নির্মাণ বা পানীয় জল সুবিধার ব্যবস্থা ।
  • মন্ত্রী বা প্রার্থীরা তহবিল থেকে অনুদান বা অর্থ প্রদান মঞ্জুর করতে পারেন না ।
  • আদর্শ আচরণবিধি লাগু হলে কোনও সরকারী কর্মচারীকে বদলি বা নয়া পদে বসানো যাবে না ৷ যদি তা বিশেষভাবে প্রয়োজনীয় হয়, তাহলে নির্বাচন কমিশনের থেকে তার পর্যাপ্ত অনুমতি নেবে সরকার ৷
  • নির্বাচনী আচরণবিধি লাগু হলে মন্ত্রী হিসেবে ব়্যালি বা প্রচারে কেউ অংশ নিতে পারবেন না ৷ একইভাবে, মন্ত্রীরা সরকারি যানবাহন ব্যবহার করবেন সরকারের কাজেই ৷ রাজনৈতিক দলের কাজে তা ব্যবহার করতে পারবেন না ৷
  • জনগনের করের টাকায় এমন কোনও অনুষ্ঠান করা যাবে না যা কোনও বিশেষ রাজনৈতিক দলের সুবিধা করে দেয় ৷
  • রাজনৈতিক কাজে ধর্মীয় প্রতিষ্ঠান যেমন- মন্দির, মসজিদ কিংবা গির্জাকে ব্যবহার করা যাবে না ৷
  • কোনও মিছিল, মিটিং বা মাইক বাজানোর ক্ষেত্রে স্থানীয় পুলিশের লিখিত অনুমতি নিতে হবে ৷ রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত মাইক বাজানো যাবে না ৷

আরও পড়ুন:

  1. লোকসভা ভোটের প্রাকক্কালে জাতির উদ্দেশে খোলা চিঠি প্রধানমন্ত্রী মোদির
  2. কমিশনের নির্দেশের পরও পড়ে 35 হাজারেরও বেশি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা
  3. আজকের দিনটি গুরুত্বপূর্ণ, ভোটের সূচি ঘোষণা দুপুরেই: রাজীব কুমার
Last Updated : Mar 16, 2024, 5:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details