পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রাশিয়ায় ভারতের পরবর্তী রাষ্ট্রদূত বিনয় কুমার - Vinay Kumar

India Ambassador to Russia: রাশিয়ায় ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করা হল বিনয় কুমারকে ৷ শীঘ্রই তিনি কার্যভার গ্রহণ করবেন ৷ বর্তমানে মায়ানমারে ভারতের রাষ্ট্রদূত হিসাবে রয়েছেন বিনয় ৷

Vinay Kumar
Vinay Kumar

By ETV Bharat Bangla Team

Published : Mar 19, 2024, 4:09 PM IST

নয়াদিল্লি, 19 মার্চ: রাশিয়ায় ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন বিনয় কুমার ৷ তিনি বর্তমানে মায়ানমারে ভারতের রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন ৷ এমনটাই জানিয়েছে বিদেশ মন্ত্রক । তিনি শীঘ্রই কার্যভার গ্রহণ করবেন বলে জানা গিয়েছে ।

ভারতের সঙ্গে রাশিয়ার অন্তত সু-সম্পর্ক ৷ রাশিয়া থেকে দেশে সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করা হয় । ভারত-রাশিয়া সম্পর্কের মূল স্তম্ভ হল, দেশের পররাষ্ট্র নীতি ৷ সম্প্রতি রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে রাশিয়ায় ৷ ভ্লাদিমির পুতিন ফের রাশিয়ার প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন ৷ 2024 সালের নির্বাচনে বিপুল বিজয়ের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রধানমন্ত্রী মোদি এক্স হ্যান্ডেলে পোস্টে বলেছেন, "ফের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হওয়ার জন্য ভ্লাদিমির পুতিনকে অসংখ্য অভিনন্দন ৷ আগামী বছরগুলিতে ভারত ও রাশিয়ার মধ্যে সম্পর্ক আরও জোড়াল করতে একসঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি ৷ "

ইস্টার্ন ইকনমিক ফোরামের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা শোনা যায় ভ্লাদিমির পুতিনের মুখে ৷ ভারত যে দেশীয় প্রযুক্তিতে গাড়ি এবং তার যন্ত্রাংশ তৈরি করছে, তা একেবারে সঠিক বলে মনে করেন রাশিয়ার প্রেসিডেন্ট ৷ মোদিকে রাশিয়ার বড় বন্ধু হিসাবে দেখেন তিনি ৷

অক্টোবর 2000 সালে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরের সময় এই দুই দেশ কৌশলগত অংশীদারিত্বের ঘোষণাপত্র স্বাক্ষর করেছিল ৷ এরপর থেকে ভারত-রাশিয়া সম্পর্ক আরও উন্নত হয়েছে ৷ রাজনৈতিক, নিরাপত্তা, বাণিজ্য ও অর্থনীতি, প্রতিরক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং সংস্কৃতি-সহ প্রায় সব ক্ষেত্রেই দুই দেশ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ৷ দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত হয়েছে ৷

বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, ভারত-রাশিয়া সামরিক প্রযুক্তিগত সহযোগিতা একটি ক্রেতা-বিক্রেতার কাঠামো থেকে উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি এবং যৌথ গবেষণা, উন্নয়ন এবং উৎপাদনের সঙ্গে জড়িত ৷

অন্যদিকে রাশিয়া-ইউক্রেন সংঘাত অব্যাহত ৷ যতদিন না পর্যন্ত ওই দেশ দখল করতে পারছেন তারা ততদিন সেখানে কোনও শান্তি বিরাজ করবে না বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ৷

(সংবাদসংস্থা- এএনআই)

আরও পড়ুন:

  1. আত্মনির্ভরতা সত্ত্বেও বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশ ভারত, বলছে রিপোর্ট
  2. ফের রাশিয়ায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, দেশবাসীকে ধন্যবাদ এই রুশ নেতার
  3. প্রধানমন্ত্রী মোদি রাশিয়ার 'বড়' বন্ধু, মেক ইন ইন্ডিয়ার সুখ্যাতি পুতিনের

ABOUT THE AUTHOR

...view details