নয়াদিল্লি, 19 মার্চ: রাশিয়ায় ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন বিনয় কুমার ৷ তিনি বর্তমানে মায়ানমারে ভারতের রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন ৷ এমনটাই জানিয়েছে বিদেশ মন্ত্রক । তিনি শীঘ্রই কার্যভার গ্রহণ করবেন বলে জানা গিয়েছে ।
ভারতের সঙ্গে রাশিয়ার অন্তত সু-সম্পর্ক ৷ রাশিয়া থেকে দেশে সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করা হয় । ভারত-রাশিয়া সম্পর্কের মূল স্তম্ভ হল, দেশের পররাষ্ট্র নীতি ৷ সম্প্রতি রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে রাশিয়ায় ৷ ভ্লাদিমির পুতিন ফের রাশিয়ার প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন ৷ 2024 সালের নির্বাচনে বিপুল বিজয়ের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রধানমন্ত্রী মোদি এক্স হ্যান্ডেলে পোস্টে বলেছেন, "ফের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হওয়ার জন্য ভ্লাদিমির পুতিনকে অসংখ্য অভিনন্দন ৷ আগামী বছরগুলিতে ভারত ও রাশিয়ার মধ্যে সম্পর্ক আরও জোড়াল করতে একসঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি ৷ "
ইস্টার্ন ইকনমিক ফোরামের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা শোনা যায় ভ্লাদিমির পুতিনের মুখে ৷ ভারত যে দেশীয় প্রযুক্তিতে গাড়ি এবং তার যন্ত্রাংশ তৈরি করছে, তা একেবারে সঠিক বলে মনে করেন রাশিয়ার প্রেসিডেন্ট ৷ মোদিকে রাশিয়ার বড় বন্ধু হিসাবে দেখেন তিনি ৷
অক্টোবর 2000 সালে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরের সময় এই দুই দেশ কৌশলগত অংশীদারিত্বের ঘোষণাপত্র স্বাক্ষর করেছিল ৷ এরপর থেকে ভারত-রাশিয়া সম্পর্ক আরও উন্নত হয়েছে ৷ রাজনৈতিক, নিরাপত্তা, বাণিজ্য ও অর্থনীতি, প্রতিরক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং সংস্কৃতি-সহ প্রায় সব ক্ষেত্রেই দুই দেশ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ৷ দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত হয়েছে ৷