নয়াদিল্লি, 3 জুলাই: আবারও হাসপাতালে ভর্তি হলেন দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানি ৷ মাত্র কয়েকদিন আগেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ চিকিৎসায় সাড়া দেওয়ায় তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় ৷ এরপর বুধবার রাত 9টা নাগাদ ফের তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ৷
শারীরিক অবস্থার অবনতি! ফের হাসপাতালে ভর্তি আদবানি - LK Advani admitted to Hospital - LK ADVANI ADMITTED TO HOSPITAL
Lal Krishna Advani: মাত্র কয়েকদিনের ব্যবধানে আবারও হাসপাতালে ভর্তি করা হল লালকৃষ্ণ আদবানিকে ৷ দিল্লির অ্যাপোলো হাসপাতালের এক বিশেষজ্ঞ চিকিৎসক তাঁর চিকিৎসা করছেন বলে জানা গিয়েছে ৷
Published : Jul 3, 2024, 10:43 PM IST
|Updated : Jul 3, 2024, 10:57 PM IST
দিন কয়েক আগেও অসুস্থ হয়ে পড়েন প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি ৷ তাঁকে ভর্তি করানো হয় হাসপাতালে ৷ সেবার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে ভর্তি করানো হয় দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রীকে ৷ বার্ধক্যজনিত সমস্যা নিয়েই নবতিপর এই বিজেপি নেতা হাসপাতালে ভর্তি হন ৷ তবে দ্রুত চিকিৎসায় সাড়া দিতে থাকেন বিজেপি নেতা ৷ তার ফলে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা ৷ তবে মাত্র কয়েকদিনের মধ্য়েই আবারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন আদবানি ৷ অ্যাপোলো হাসপাতালের এক বিশেষজ্ঞ চিকিৎসক তাঁর চিকিৎসা করছেন বলে জানা গিয়েছে ৷
চলতি বছর মার্চে বর্ষীয়ান এই রাজনীতিবিদকে 'ভারতরত্ন' সম্মানে ভূষিত করা হয় ৷ আদবানির শারীরিক অসুস্থতার কথা মাথায় রেখে তাঁর বাসভবনে গিয়ে তাঁকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান প্রদান করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ 1927 সালের 8 নভেম্বর করাচিতে (অধুনা পাকিস্তান) জন্ম আদবানির সংসদীয় কেরিয়ার প্রায় তিন দশকের ৷ 1942 রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে যোগদান করা আদবানি সর্বাধিক সময়কালের জন্য বিজেপির সভাপতিত্ব করেছেন তিনটি ধাপে ৷ তাছা়ড়়া উপপ্রধানমন্ত্রীর দায়িত্বও সামলেছেন অতীতে ৷ এর পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও ছিলেন অটলবিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় ৷ রামমন্দির আন্দোলন বিজেপির রাজনীতিতে একটি মাইলফলক ৷ আটের দশকের শেষে এই আন্দোলন নতুন করে শুরু করার নেপথ্যেও বড় ভূমিকা ছিল আদবানির ৷ তাঁর অসুস্থ হওয়ার খবরে উদ্বিগ্ন অনুরাগীরা ৷