পুনে, 19 জুলাই: শিক্ষানবিশ আইএএস পূজা খেড়করের বিরুদ্ধে এফআইআর দায়ের করল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি ৷ সিভিল সার্ভিসেস পরীক্ষায় জালিয়াতি করার অভিযোগ উঠেছে পূজার বিরুদ্ধে ৷ এফআইআরের পাশাপাশি পূজা খেড়করকে তাঁর পদ খারিজ সংক্রান্ত শো-কজ নোটিশও পাঠিয়েছে ইউপিএসসি ৷ তিনি মহারাষ্ট্রের পুনে জেলার সহকারী কালেক্টর হিসেবে কর্মরত ছিলেন ৷
কমিশন বিবৃতিতে জানিয়েছে, "ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি পূজা মনোরমা দিলীপ খেড়করের অপরাধমূলক কাজকর্মের বিস্তারিত তদন্ত করেছে ৷ তিনি 2022 সালের সিভিল সার্ভিসেস পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলেন ৷" জানা যায়, পূজা খেড়কর ডিজঅ্যাবিলিটি সার্টিফিকেট দেখিয়ে ইউপিএসসি পরীক্ষা পাশ করেছিলেন ৷ এরপর ছ'বার মেডিক্যাল পরীক্ষা এড়িয়ে গিয়েছেন ৷ এছাড়া তিনি তাঁর জাতিগত শংসাপত্রের ক্ষেত্রেও ভুয়ো শংসাপত্র জমা দিয়েছিলেন ৷