হাথরাস, 3 মার্চ: বিয়ে বাড়িতে কাজ করতে আসা দুই যুবকের লালসার শিকার কিশোরী ৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হাথরসে ৷ পুলিশে গণধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে ৷ মেয়েটির ডাক্তারি পরীক্ষা করেছে পুলিশ । অভিযুক্ত দু'জনের খোঁজে শুরু হয়েছে তল্লাশি ।
জানা গিয়েছে, শনিবার রাতে হাথরাসে একটি গেস্ট হাউসে বিয়ের অনুষ্ঠান চলছিল ৷ ওই অনুষ্ঠানে বিয়ের মিছিলের উপর ফুল বর্ষণ করতে এসেছিল কিশোরী ৷ অভিযুক্ত দুই যুবকও বিয়ের অনুষ্ঠানে কাজে আসেন ৷ তাঁরা সেখানে তন্দুর তৈরির কাজ করছিলেন বলে জানা গিয়েছে ৷ অভিযোগ, বিয়ে শেষে কিশোরীকে বাড়িতে নামানোর অজুহাতে একটি বাইকে করে তুলে নিয়ে যান যুবকেরা । পথে সুযোগ পেয়ে মাঠের মধ্যে তাঁকে গণধর্ষণ করে ওই দু'জনে বলে অভিযোগ ।
পুলিশ সূত্রে খবর, কোনওরকমে ঘটনাস্থল থেকে পালিয়ে বাড়ি পৌঁছয় কিশোরী ৷ মেয়েটি তার পরিবারকে পুরো ঘটনা খুলে বলে । পরিবারের লোকজন এরপর বিষয়টি পুলিশে গিয়ে জানায় । এরপরেই পুলিশ মামলা দায়ের করে এবং মেয়েটির ডাক্তারি পরীক্ষা করায় । পুলিশ জানিয়েছে, এই বিষয়ে মামলা দায়ের করে তদন্ত চলছে । হাসপাতালে নির্যাতিতার শারীরিক পরীক্ষা করা হয়েছে । অভিযুক্ত দু'জনকেই শিগগিরই গ্রেফতার করে জেলে পাঠানো হবে ।
2020 সালের নারকীয় কাণ্ড ঘটেছিল হাথরসে ৷ গণধর্ষণের শিকার হলেছিলেন দলিত তরুণী ৷ হাথরস গণধর্ষণ ও হত্যাকাণ্ডে শুধুমাত্র উত্তরপ্রদেশ নয়, উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ ৷ যোগী আদিত্যনাথের রাজ্যে প্রশ্নের মুখ পড়েছিল নারী নিরাপত্তা ৷ প্রশ্নের মুখে পড়ে রাজ্য পুলিশের ভূমিকাও ৷ তড়িঘড়ি নির্যাতিতার দেহ পুড়িয়ে দেওয়া হয় ৷ উচ্চবর্ণের অভিযুক্তদের আড়াল করতেই এই কাজ করা হয়েছে বলে অভিযোগ উঠেছিল ৷ পুলিশের বিরুদ্ধে প্রমাণ লোপাটের চেষ্টারও অভিযোগ ওঠে ৷ শুধু ওই ঘটনা নয়, এরপরেই বারবার ধর্ষণের ঘটনায় খবরের শিরোনামে উঠে এসেছে ধর্ষণ ৷
আরও পড়ুন:
- হাথরস গণধর্ষণ ও খুনে দোষীর যাবজ্জীবন সাজা, খালাস বাকি 3 অভিযুক্ত
- হাথরসে সাত বছরের নাবালিকাকে 'ধর্ষণ' নাবালকের, দায়ের এফআইআর
- হাথরসের কলেজ চত্বরেই নাবালিকা ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ