পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ঝাড়খণ্ডে দুই নাবালিকাকে গণধর্ষণ, গ্রেফতার কয়েকজন নাবালক-সহ 11 - Gang rape in Lohardaga

Gang rape in Lohardaga: দুই নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে 11 জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে বেশ কয়েকজন নাবালকও রয়েছে বলে জানা গিয়েছে ৷ ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের লোহারদাগায় ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Feb 26, 2024, 6:28 AM IST

Updated : Feb 26, 2024, 6:38 AM IST

লোহারদাগা(ঝাড়খণ্ড), 26 ফেব্রুয়ারি: 2 নাবালিকাকে ধর্ষণের অভিযোগে কয়েকজন নাবালক-সহ 11 জনকে গ্রেফতার করেছে পুলিশ। লোহারদাগার বাগদু থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, একটি জন্মদিনের অনুষ্ঠান থেকে ফেরার সময় এই দুই নাবালিকা নির্যাতনের শিকার হয়। আপাতত ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জেরা করছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার ওই দুই নাবালিকা স্থানীয় স্নেহা থানা এলাকায় তাদের এক বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে অংশ নিয়েছিল। তাদের সঙ্গে আরও এক নাবালিকা ছিল। তবে সে তার নিজের বাড়ি ফিরে যায়। কিন্তু এই দুই নাবালিকা অন্য এক পরিচিতর সঙ্গে বাগদু থানা এলাকার একটি গ্রামের একটি বাড়িতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেই সময় এই দু'জন ধর্ষণের শিকার হয় বলে প্রাথমিক অনুমান পুলিশের।

তদন্তকারীদের অনুমান, এই দুই নাবালিকা ওই বাড়িতে আছে জানতে পেরে সেখানে চড়াও হয় এই 11 জন। এদের মধ্যে বেশ কয়েকজন নাবালকও আছে বলে জানা গিয়েছে। 11 জনই এই ঘটনার সঙ্গে জড়িত বলে মনে করছে পুলিশ। এই ঘটনার কথা নিশ্চিত করেছে পুলিশ ৷ এ ব্যাপারে পুলিশ পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান এসডিপিও।

গ্রেফতার করে এই 11 জনের থেকে ঘটনার বিষয় বিস্তারিত জানার কাজ শুরু হয়েছে। প্রথমত, পুলিশ জানতে চায় এই দুই অপরিচিত তরুণী এখানে আছে সেকথা তারা কী করে জানল ? তাছাড়া যে ব্যক্তি এই দুই নাবালিকাকে নিজের বাড়ি না-ফিরিয়ে এই গ্রামে নিয়ে এল, এক্ষেত্রে তার ভূমিকাও খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন:

Last Updated : Feb 26, 2024, 6:38 AM IST

ABOUT THE AUTHOR

...view details