বারাবাঁকি, 20 মে: লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় দেশজুড়ে দেখা গেল উৎসবের মেজাজ ৷ সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি, সবাই উৎসাহের সঙ্গে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন ৷ তবে বারাবাঁকির দুই ভাইয়ের উৎসাহ সবাইকে তাক লাগিয়ে দিয়েছে ৷ 120 বছর বয়সি কানহাইয়া লাল এবং 90 বছরের রামসাগর ৷ সোমবার বুথে গিয়ে ভোটদান করলেন এই দুই প্রবীণ ভোটার ৷
অশক্ত শরীর, ঠিকমতো হাঁটতে পারেন না ৷ তবে নাগরিক কর্তব্য পালনে এতটুকু অনীহা নেই ৷ ই-রিকশায় চাপিয়ে দুই ভাইকে ভোটকেন্দ্রে নিয়ে গেলেন তাঁদের পরিবারের সদস্যরা ৷ এই বয়সের দু'জনকে ভোটকেন্দ্রে দেখে তাজ্জব হয়ে যান অন্যান্য ভোটাররা ৷ তাঁদের ইচ্ছেশক্তিকে কুর্নিশ করেছেন নির্বাচন কর্মীরা ৷
জায়েদপুর বিধানসভা কেন্দ্রের কাটসারের বাসিন্দা কানহাইয়া লাল বলেন, লিখিত ফর্ম অনুসারে তাঁর বয়স 120 বছর । তিনি অনেক নির্বাচন দেখেছেন । প্রতিটি নির্বাচনে তাঁরা ভোট দিয়েছেন ৷ তাঁর কথায়, "এই বয়সে এসে আমরা শারীরিকভাবে দুর্বল হতে পারি, কিন্তু গণতন্ত্রকে শক্তিশালী করার দৃঢ় সংকল্প রয়েছে আমাদের মধ্যে ।"