নয়াদিল্লি, 4 মে: জাতীয় রাজধানীর লোকসভা নির্বাচনের ইতিহাসে প্রথম কোনও তৃতীয় লিঙ্গের ব্যক্তি প্রার্থী হয়েছে ৷ শুক্রবার রাজন সিং নামে ওই ব্যক্তি দক্ষিণ দিল্লি লোকসভা কেন্দ্র থেকে মনোনয়ন দাখিল করেছেন ৷ 26 বছরের রাজনের মনোনয়ন পেশেও ছিল চমক ৷ সাদা ধুতি, গায়ে সাদা কাপড় ও মাথা টুপি পরে খালি পায়ে মনোনয়ন পেশ করতে যান রাজন ৷ যা সকলের নজর কেড়েছে ৷
মূলত, রূপান্তরকারী তথা তৃতীয় লিঙ্গের সমাজের প্রতিনিধি হিসেবে নিজেকে তুলে ধরতেই রাজন সিং ওই ধুতি ও টুপি পরে মনোনয়ন দাখিল করেন ৷ তবে, দক্ষিণ দিল্লি লোকসভার প্রার্থী হিসেবে তাঁর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ ইতিমধ্যে দিল্লি হাইকোর্ট এ নিয়ে পুলিশকে নির্দেশ দিয়েছে রাজন সিংয়ের নিরাপত্তা বাড়ানোর জন্য ৷ তবে, তেমন নিরাপত্তা তিনি পাননি বলে অভিযোগ উঠেছে ৷ তবে, নিরাপত্তা ছাড়াই রাজন শুক্রবার তাঁর মনোনয়ন দাখিল করেছেন ৷ সেই সঙ্গে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের গণতন্ত্রে সমানাধিকার ও স্বীকৃতির প্রয়োজনীয়তার কথা তুলে ধরলেন ৷
উল্লেখ্য, শুক্রবার রাজন সিং তাঁদের মতো পিছিয়ে পড়া গোষ্ঠীর অধিকার নিয়ে বাবা সাহেব আম্বেদকরের উদ্যোগের প্রশংসা করেন ৷ সেই সঙ্গে তাঁর মতো অন্যদের বিভিন্ন ক্ষেত্রে যে সমস্যায় পড়তে হয়, তা নিয়েও সরব হন রাজন ৷ যেমন, শৌচালয়, স্বাস্থ্য কেন্দ্র ও গণ পরিবহণের মতো ক্ষেত্রে তাঁদের প্রতিনিয়ত সমস্যায় পড়তে হয় ৷ আর সেই কারণে তিনি ভারতীয় রাজনীতিতে তৃতীয় লিঙ্গের সমাজ থেতে প্রতিনিধি হিসেবে নিজেকে তুলে ধরেছেন ৷ ন্যাশনাল ট্রান্সজেন্ডার কমিশন গঠনের দাবি তুলেছেন ৷
এনিয়ে ইটিভি ভারতকে রাজন সিং বলেন, "উপযুক্ত নাগরিক সুযোগ-সুবিধার অভাব এবং সামাজিক স্বীকৃতি ও অধিকারের জন্য সংগ্রাম করছি আমরা ৷ তৃতীয় লিঙ্গের সমাজ প্রতিনিয়ত যে চ্যালেঞ্জগুলির সম্মুখীন হচ্ছেস সে সম্পর্কে সচেতনতা বাড়াতে আমি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি ৷"
আরও পড়ুন:
- নেই ভোটের উত্তাপ, সংস্কৃতি ও নান্দনিকতা রক্ষায় দেওয়াল লিখনে 'না' আদিবাসীদের
- হুডখোলা গাড়িতে নয়, সাধারণের কাছে পৌঁছতে ট্রেনেই প্রচার অগ্নিমিত্রার