ধামতরী (ছত্তিশগড়), 14 মার্চ:ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু রাজ্যের তিন পরিযায়ী শ্রমিকের ৷ মৃতরা হলেন শরিফুল হক (21), আবদুর রহিম (42) ও কমলিন জামাল (26)। শরিফুল ও আবদুর দুর্গাপুরের ফরিদপুরের বাসিন্দা ৷ অপর আরেক শ্রমিক কমলিন জামাল মালদার ভাদো এলাকার বাসিন্দা ৷ বুধবার রাতে একটি বাইকে করে সিহাওয়া এলাকার শঙ্করা থেকে ভোটালী যাচ্ছিলেন তিন যুবক ৷ সেই সময়েই নির্মীয়মাণ একটি সেতু থেকে তাঁদের বাইকটি খালে পড়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে ৷ সকলেই ছত্তিশগড়ের ধামতরীতে কাজে গিয়েছিলেন ৷
সেতু থেকে পড়ে তিন যুবকের মৃত্যু :পুলিশ সূত্রে খবর,বুধবার রাতে সিহাওয়া এলাকার শঙ্করা থেকে ভোটালী যাওয়ার রাস্তার খালের উপর একটি নির্মীয়মাণ সেতুর কাজ চলছিল ৷ সেই সেতুর উপর দিয়ে একটি বাইকে করে তিন যুবক যাচ্ছিলেন ৷ সেতুতে জোরালো আলো না থাকায় সেতুর ডিভাইডারে ধাক্কা মারে বাইকটি ৷ সেতু থেকে 14 ফুট নীচের একটি খালে পড়ে যায় ৷ দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসে স্থানীয় পুলিশ ৷ ওই যুবকদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে পুলিশ ৷ প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকরা ওই তিনজনকে মৃত বলে ঘোষণা করেন ৷