পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পুঞ্চে বায়ুসেনার কনভয়ে জঙ্গি হামলায় শহিদ এক, চলছে চিরুনি তল্লাশি - IAF Personnel Killed - IAF PERSONNEL KILLED

Terrorists attack to IAF convoy: শনিবার সন্ধ্যায় পুঞ্চ সেক্টরের শাহ সিতার এলাকায় বায়ুসেনা কনভয়ে জঙ্গি হামলার ঘটনা ঘটে ৷ হামলার পর এলাকা ঘিরে তল্লাশি চালানো হয় নিরাপত্তারক্ষীদের তরফে ৷ বায়ুসেনার কনভয়ে জঙ্গি হামলায় প্রাথমিকভাবে 5 সেনা আধিকারিকের জখম হওয়ার খবর পাওয়া গেলেও পরে এক আধিকারিকের মৃত্যু হয় ৷

IAF Convoy Terrorist Attack
জম্মু কাশ্মীরের পুঞ্চে বায়ুসেনার কনভয়ে জঙ্গি হামলা (Etv Bharat)

By ETV Bharat Bangla Team

Published : May 4, 2024, 11:10 PM IST

Updated : May 5, 2024, 8:42 AM IST

পুঞ্চ, 5 মে:জঙ্গিদের সন্ধানে চিরুনি তল্লাশি শুরু করল নিরাপত্তাবাহিনী ৷ শনিবার সন্ধ্যায় জম্মু-কাশ্মীরের পুঞ্চ সেক্টরে বায়ুসেনার কনভয়ে জঙ্গি হামলার ঘটনা ঘটে ৷ পুঞ্চ সেক্টরের শাহ সিতার এলাকায় সেনা কনভয়ে হামলার এই ঘটনায় শহিদ হন এক বায়ুসেনা আধিকারিক ৷ জখম হন 4 জন জওয়ান ৷ তাঁদের উধমপুরের কম্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ সেখানেই মৃত্যু হয় আধিকারিকের ৷

এরপরই রবিবার জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযানে নামে নিরাপত্তাবাহিনী ৷ পুরো এলাকাটি ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী এবং নাকা চেকিং চলছে ৷ ইতিমধ্যে ভারতীয় সেনাবাহিনী পুঞ্চের জারা ওয়ালি গলিতে পৌঁছে গিয়েছে ৷ সরকারি সূত্রের খবর, একটি জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় ভারতীয় সেনাবাহিনীর কনভয়ে হামলা চালায় জঙ্গিরা ৷ তখন কনভয়টি বায়ুসেনার ঘাঁটি জারানওয়ালি থেকে ফিরছিল ৷ জঙ্গিরা ওই কনভয় লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে ৷ পালটা জবাবে ভারতীয় সেনাবাহিনীও গুলি চালাতে থাকে ৷

আধিকারিকরা সন্দেহ করছেন, গত বছর 21 ডিসেম্বর জঙ্গি হামলায় বুফলিয়াজের কাছে সেনাবাহিনীর উপর যে জঙ্গিরা হামলা চালিয়েছিল ৷ এদিনও তারাই আক্রমণ করেছে ৷ ওই ঘটনায় 4 জন সেনার মৃত্যু হয় ৷ বায়ুসেনা কনভয়ের একটি ট্রাকের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ৷ উইন্ডস্ক্রিনে একাধিক গুলি লেগেছে ৷ জঙ্গিরা একে রাইফেল থেকে গুলি চালিয়েছিল বলে মনে করা হচ্ছে ৷ হামলার পরপরই তারা কাছাকাছি জঙ্গলে পালিয়ে যায় ৷ সঙ্গে সঙ্গে সেনা এবং পুলিশের যৌথ বাহিনী তাদের ধাওয়া করে ৷ এলাকা ঘিরে ফেলা হয় ৷ গত দু'বছরে রাজৌরি ও পুঞ্চে বেশ কয়েকটি গুরুতর জঙ্গি হামলার ঘটনা ঘটেছে ৷ এই ঘটনার পর সব রাজনৈতিক দল-সহ নেতারা বায়ুসেনার গাড়িতে হামলার ঘটনায় কড়া সমালোচনা করে ৷

আরও পড়ুন:

  1. পুঞ্চে সেনার গাড়িতে পুলওয়ামার মতো জঙ্গি হামলা, শহিদ 4 জওয়ান
  2. রাজৌরি-পুঞ্চ এলাকায় জঙ্গি মোকাবিলায় ভারতীয় সেনার 'অপারেশন সর্বশক্তি'
Last Updated : May 5, 2024, 8:42 AM IST

ABOUT THE AUTHOR

...view details