পুঞ্চ, 5 মে:জঙ্গিদের সন্ধানে চিরুনি তল্লাশি শুরু করল নিরাপত্তাবাহিনী ৷ শনিবার সন্ধ্যায় জম্মু-কাশ্মীরের পুঞ্চ সেক্টরে বায়ুসেনার কনভয়ে জঙ্গি হামলার ঘটনা ঘটে ৷ পুঞ্চ সেক্টরের শাহ সিতার এলাকায় সেনা কনভয়ে হামলার এই ঘটনায় শহিদ হন এক বায়ুসেনা আধিকারিক ৷ জখম হন 4 জন জওয়ান ৷ তাঁদের উধমপুরের কম্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ সেখানেই মৃত্যু হয় আধিকারিকের ৷
এরপরই রবিবার জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযানে নামে নিরাপত্তাবাহিনী ৷ পুরো এলাকাটি ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী এবং নাকা চেকিং চলছে ৷ ইতিমধ্যে ভারতীয় সেনাবাহিনী পুঞ্চের জারা ওয়ালি গলিতে পৌঁছে গিয়েছে ৷ সরকারি সূত্রের খবর, একটি জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় ভারতীয় সেনাবাহিনীর কনভয়ে হামলা চালায় জঙ্গিরা ৷ তখন কনভয়টি বায়ুসেনার ঘাঁটি জারানওয়ালি থেকে ফিরছিল ৷ জঙ্গিরা ওই কনভয় লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে ৷ পালটা জবাবে ভারতীয় সেনাবাহিনীও গুলি চালাতে থাকে ৷