পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

করবেট টাইগার রিজার্ভে অবৈধ নির্মাণ নিয়ে উত্তরাখণ্ডের প্রাক্তন মন্ত্রীকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের - Supreme Court

Supreme Court Slams Former Uttarakhand Minister: করবেট টাইগার রিজার্ভে অবৈধ নির্মাণ, গাছ কাটার অনুমতি দেওয়ার জন্য উত্তরাখণ্ডের প্রাক্তন বনমন্ত্রী হরক সিং রাওয়াত ও প্রাক্তন বিভাগীয় বন আধিকারিককে ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট । বুধবার এই মামলার রায় দেওয়ার সময়ই এই দু’জনকে ভর্ৎসনা করে শীর্ষ আদালত ৷ এই নিয়ে প্রতিবেদনটি লিখেছেন ইটিভি ভারত-এর সুমিত সাক্সেনা ৷

Supreme Court
Supreme Court

By ETV Bharat Bangla Team

Published : Mar 6, 2024, 2:21 PM IST

নয়াদিল্লি, 6 মার্চ: সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়লেন উত্তরাখণ্ডের প্রাক্তন বনমন্ত্রী হরক সিং রাওয়াত ও ওই রাজ্যে বন দফতরের তৎকালীন ডিভিশনাল ফরেস্ট অফিসার বা ডিএফও কিষান চন্দ ৷ বেআইনি নির্মাণ ও গাছ কাটার অনুমতি দিয়ে করবেট টাইগার রিজার্ভকে ধ্বংস করার জন্য়ই ওই দু’জন শীর্ষ আদালতের ভর্ৎসনার মুখে পড়েন ৷ বিচারপতি বিআর গাভাইয়ের নেতৃত্বে গঠিত তিন বিচারপতির বেঞ্চ বুধবার জানিয়েছে, প্রাক্তন মন্ত্রী ও ডিএফও-র সাহস দেখে তারা বিস্মিত ।

উত্তরাখণ্ড সরকার করবেট জাতীয় উদ্যানে টাইগার সাফারি ও খাঁচায় বন্দি প্রাণীদের নিয়ে একটি বিশেষ চিড়িয়াখানা করার উদ্যোগ নেয় ৷ তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেন সমাজকর্মী ও আইনজীবী গৌরব বনসল ৷ এ দিন সেই মামলার রায় দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ সেই রায়ে অভিযুক্ত দু’জনকে ভর্ৎসনা করার পাশাপাশি একটি কমিটি গঠনের নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত ৷

সুপ্রিম কোর্ট জানিয়েছে, দেশের জাতীয় উদ্যানগুলির বাফার বা প্রান্তিক এলাকায় টাইগার সাফারির অনুমতি দেওয়া যায় কি না, তা খতিয়ে দেখবে ওই কমিটি ৷ তাছাড়া সমস্ত সাফারিগুলি এখন থেকে সংশ্লিষ্ট কমিটির অনুমোদন নিতে হবে কোনও কাজের জন্য ৷

করবেট টাইগার রিজার্ভে বেআইনি নির্মাণ এবং গাছ কাটার কারণে যে ক্ষতি হয়েছে, সেই বিষয়ে ইতিমধ্যেই তদন্ত করছে সিবিআই ৷ এই নিয়ে ওই তদন্তকারী সংস্থাকে শীর্ষ আদালত তিন মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে । সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে বন পুনরুদ্ধার নিশ্চিত করার নির্দেশ দিয়েছে ।

শীর্ষ আদালত জানিয়েছে, বর্তমান মামলায় এটা স্পষ্ট যে তৎকালীন বনমন্ত্রী নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করেছিলেন ৷ আর দেখা যাচ্ছে যে ডিএফও মানুষের বিশ্বাসকে অগ্রাহ্য করেছিলেন ৷ এই ঘটনায় প্রমাণিত হয় যে রাজনীতিবিদ ও আমলারা কিভাবে আইনের অপব্যবহার করে ৷ সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে যে অপবিত্র রাজনৈতিক-আমলাতান্ত্রিক জোট বন ও পরিবেশের ব্যাপক ক্ষতি করেছে ৷ এই ক্ষতির মূল্য নির্ধারণ করতে হবে রাজ্য সরকারকে ৷ বাস্তুশাস্ত্রের ক্ষতির জন্য দোষীদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করতে হবে ।

আরও পড়ুন:

  1. আর্থিক তছরুপ মামলায় শিবকুমারের বিরুদ্ধে অভিযোগ খারিজ সুপ্রিম কোর্টের
  2. নির্বাচনী বন্ডের বিস্তারিত তথ্য তৈরি করা জটিল কাজ, সুপ্রিম কোর্টের কাছে আরও সময় চাইল এসবিআই
  3. 'এর পরিণতি জানেন ?' সনাতন ধর্ম নিয়ে উদয়নিধি স্তালিনের মন্তব্যে অসন্তোষ সুপ্রিম কোর্টের

ABOUT THE AUTHOR

...view details