গুয়াহাটি, 9 সেপ্টেম্বর: আধার কার্ডে বাধ্যতামূলক এনআরসি আবেদন সংক্রান্ত রশিদের নম্বর ৷ এমনই ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ৷ শনিবার হিমন্ত ঘোষণা করেছেন, রাজ্যে আধার কার্ডের জন্য নতুন আবেদনকারীদের তাদের এনআরসি আবেদনের রসিদ নম্বর (ARN) বাধ্যতামূলকভাবে প্রদান করতে হবে । অসমের চারটি জেলায় সরকারের প্রত্যাশিত জনসংখ্যার চেয়ে বেশি আধার কার্ডধারী রয়েছে। ফলে এই সিদ্ধান্ত ৷
বারপেটা, ধুবরি, মরিগাঁও এবং নগাঁও, এই চারটি জেলায় তাঁদের প্রত্যাশিত জনসংখ্যার চেয়ে বেশি আধার কার্ডধারী রয়েছে ৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এই উদ্দেশ্যে একটি বিস্তারিত স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (এসওপি) প্রস্তুত করা হবে ৷ 1 অক্টোবর থেকে সেটি কার্যকর করা হবে ৷’’ একই সঙ্গে হিমন্ত জানিয়েছেন, এনআরসি’তে প্রবেশ করুক বা না করুক, প্রত্যেককেই এই সংক্রান্ত আবেদন করতে হবে । যদি এনআরসি’র জন্য আবেদন না-করা থাকে, তবে অসমে আধার কার্ড পাওয়া যাবে না । একই সঙ্গে তিনি জানিয়েছেন, সরকার এই বিষয়ে আরও কঠোর হবে ৷