হায়দরাবাদ, 7 এপ্রিল:কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টে (ইউজি)-র আবেদনের সময়সীমা দিন পাঁচেক আগেই বাড়ানো হয়েছিল ৷ কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট (কুয়েট ইউজি)-র আবেদন ইতিমধ্যেই যে পরীক্ষার্থীরা আবেদন করেছেন তাতে যদি কোনও ভুল হয়ে থাকে তা ঠিক করার সুযোগ দেওয়া হল ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে ৷ কীভাবে করা যাবে সেই ভুল সংযোধন বা পরিবর্তন তা জানা যাবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র ওয়েবসাইটে। গতকাল অর্থাৎ শনিবার থেকে রবিবার রাত 11.50 পর্যন্ত পরীক্ষার্থীরা সেই আবেদন বা ফর্মে কারেকশন করতে পারবেন ৷
ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট, স্নাতক (CUET UG) 2024 পরীক্ষার জন্য 6 এপ্রিল থেকে অনলাইন ফর্মে পরিবর্তন পদ্ধতি শুরু হয়েছে ৷ পরীক্ষার্থীরা এনটিএ'র অফিসিয়াল ওয়েবসাইট- exams.nta.ac.in/CUET-UG- এ গিয়ে আবেদনপত্রে পরিবর্তন করতে পারবেন।
কীভাবে CUET UG 2024 আবেদনে সংশোধন করবেন?
- NTA CUET UG-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান: (cuetug.ntaonline.in)
- আপনার অ্যাপ্লিকেশন নম্বর, পাসওয়ার্ড এবং প্রদত্ত নিরাপত্তা পিন ব্যবহার করে অ্যাকাউন্টে লগইন করুন।
- আপনার ফর্মটি খুলে, সমস্ত বিবরণ অর্থাৎ যে ইনপুট আপনি দিয়েছেন তা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করুন।
- যদি কোনও পরিবর্তন করার থাকে তাহলে তা ঠিক করে দিয়ে এডিট করুন ৷
- এরপর আপনার আবেদন ফর্ম পুনরায় একবার ভালো করে চোখ বুলিয়ে নিন ৷
- পরিবর্তন করা ইনপুটটি সম্পর্কে নিশ্চিত হয়ে গেলে জমা দিন ও ক্লিক করুন ৷
- সবশেষে ফাইনাল আবেদন পত্রটি ডাউনলোড করে নিন ৷