পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ছত্তিশগড়ে নিহত 10 মাওবাদী, উদ্ধার প্রচুর অস্ত্র - SUKMA ENCOUNTER

দক্ষিণ সুকমায় ডিআরজি অর্থাৎ ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের এনকাউন্টারে নিহত বেশ কয়েকজন মাওবাদী ৷

SUKMA ENCOUNTER
ছত্তিশগড়ে নিহত 10 মাওবাদী (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Nov 22, 2024, 1:21 PM IST

সুকমা, 22 নভেম্বর: বস্তার বিভাগের সুকমা জেলায় যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত 10 জন মাওবাদী ৷ এনকাউন্টার এখনও চলছে বলে জানিয়েছে পুলিশ। কোন্তার ভেজ্জি এলাকায় এই এনকাউন্টার হচ্ছে বলে জানা গিয়েছে । মাওবাদীরা ওড়িশা হয়ে ছত্তিশগড়ে পৌঁছেছে ৷ সেই খবর পেয়ে পাল্টা নিরাপত্তা বাহিনীর একটি দল মাওবাদীদের ঘিরে ফেলে ৷ পরে এনকাউন্টারের বিষয়টি নিশ্চিত করেছেন সুকমার পুলিশ সুপার কিরণ চহ্বান ৷

সুকমার এসপি কিরণ চহ্বান জানান, মাওবাদী সংগঠনের বস্তার বিভাগের মাওবাদীদের সম্পর্কে তথ্য সুকমা জেলার দক্ষিণাঞ্চলীয় অঞ্চল ভেজ্জির কাছ থেকে পাওয়া গিয়েছিল। এই তথ্যের ভিত্তিতে তল্লাশি অভিযানে ডিআরজি দল পাঠানো হয়। এদিকে শুক্রবার ভোর ছ'টা নাগাদ ভেজ্জির জঙ্গলে ডিআরজি জওয়ান ও মাওবাদীদের মধ্যে এনকাউন্টার শুরু হয়। বিরতিহীনভাবে চলতে থাকে এই সংঘর্ষ। এলাকায় তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে। এনকাউন্টার এবং তল্লাশি অভিযান শেষ হলে আরও তথ্য পাওয়া যাবে ৷

এনকাউন্টারে 10 জন মাওবাদী নিহত হওয়ার খবরও রয়েছে। সেনারা তাদের কাছ থেকে 3টি স্বয়ংক্রিয় অস্ত্র-সহ প্রচুর পরিমাণে অন্যান্য অস্ত্রও উদ্ধার করেছে ৷ তবে এটি এখনও নিশ্চিত করা হয়নি ৷ INSAS, AK-47, SLR এবং অন্যান্য বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে ৷ তল্লাশি অভিযান চলছে বলে জানিয়েছেন আইজি বস্তার পি সুন্দররাজ ৷

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, "তাদের অদম্য সাহস প্রদর্শন করে, নিরাপত্তা বাহিনী আজ সকালে সুকমা জেলায় নকশালদের বিরুদ্ধে বড় ধরনের ব্যবস্থা নিয়েছে ৷ একটি এনকাউন্টারে 10 জন মাওবাদীর মৃত্যু হয়েছে ৷"

ABOUT THE AUTHOR

...view details