জয়পুর, 14 ফেব্রুয়ারি:আসন্নরাজ্যসভার নির্বাচনে প্রার্থী হলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি সোনিয়া গান্ধি ৷ বুধবার সকালে জয়পুরে রাজস্থান বিধানসভা থেকে রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন তিনি ৷ এদিন সকালেই তিনি রাজস্থানের জয়পুরে পৌঁছন ৷
2023 সালের রাজস্থান বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছে কংগ্রেস ৷ বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়েছে ৷ রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশের মত, মরুরাজ্যে কংগ্রেসকে চাঙ্গা করতেই এই পদক্ষেপ ৷ কংগ্রেসের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত দক্ষিণ ভারতের কোনও রাজ্য থেকে প্রার্থী হননি সোনিয়া ৷ হিন্দিভাষী রাজ্যকে গুরুত্ব দিতে চায় কংগ্রেস ৷ বিজেপি অবশ্য এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছে ৷
এদিন তাঁর সঙ্গে ছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি, কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি এবং রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলত ৷ 77 বছর বয়সি সোনিয়া গান্ধি এই প্রথম রাজ্যসভায় প্রার্থী হলেন ৷ বর্তমানে তিনি রায়বরেলির লোকসভা আসনের সাংসদ ৷ তবে 2024 সালের লোকসভা নির্বাচনে আর প্রার্থী হবেন না কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া ৷
1999 সালে প্রথমবার কংগ্রেসের সভানেত্রী হন সোনিয়া গান্ধি ৷ সে বছরই উত্তরপ্রদেশের রায়বরেলি থেকে লোকসভা নির্বাচনে প্রার্থী হন প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির স্ত্রী এবং তিনি জয়ী হন ৷ পাঁচ বার তিনি লোকসভা সাংসদ হয়েছেন সোনিয়া গান্ধি ৷ এবছরের এপ্রিল মাসে 56 জন রাজ্যসভা সাংসদ অবসর গ্রহণ করছেন ৷ এর নির্বাচন হবে 27 ফেব্রুয়ারি ৷ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 15 ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার ৷
সোনিয়া গান্ধির আগে গান্ধি পরিবারে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি ৷ তিনি 1964 সালের অগস্ট থেকে 1967 সালের ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যসভা সাংসদ ছিলেন ৷ 2019 সালেই সোনিয়া ঘোষণা করেছিলেন, তিনি আর লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না ৷ এর পাশাপাশি মেয়ে প্রিয়াঙ্কা গান্ধির লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়া নিয়েও জল্পনা তৈরি হয়েছে ৷ রাজনৈতিক ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছেন, মায়ের লোকসভা কেন্দ্র থেকেই প্রার্থী হবেন প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷
আরও পড়ুন:
- লোকসভা নির্বাচনে রায়বরেলি থেকে প্রার্থী হোন প্রিয়াঙ্কা, দাবি কংগ্রেসের অন্দরে
- লোকসভার প্রস্তুতিতে 'হাত', অধীরের নেতৃত্বে বঙ্গ কংগ্রেসে নির্বাচনী কমিটি
- 'স্বাগত জানাব না কেন', নরসিমহা রাওয়ের ভারতরত্ন প্রাপ্তিতে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া সোনিয়ার