লখনউ, 29 জানুয়ারি: ঘর দেখানোর নাম করে দুই বোনকে গণধর্ষণ ৷ অভিযুক্ত 5 যুবক ৷ লখনউয়েরমাদিয়ানভ এলাকার ঘটনা ৷ নির্যাতিতার অভিযোগ, পুলিশের কাছে গেলে অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ ৷ এরপরই নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে লখনউয়ের মহিলা কমিশন, মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্র সচিবের কাছেও বিষয়টি জানানো হয়েছে ৷ পুলিশের দাবি ওই যুবকদের ফাঁসানো হচ্ছে, তাই অভিযোগ নেওয়া হয়নি ৷
প্রশাসনের দ্বারস্থ নির্যাতিতারা:রায়বেরেলির বাসিন্দা নির্যাতিতা তরুণী প্রশাসনের কাছে লেখা একটি চিঠিতে সমস্ত ঘটনার কথা জানান ৷ সেই চিঠিতেই উল্লেখ করেন, বাবা-মা এবং নাবালিকা বোনের সঙ্গে ভাড়া থাকতেন তিনি ৷ সম্প্রতি বাড়িওয়ালার ছেলের বিয়ে ঠিক হওয়ায় ঘর খালি করা কথা বলা হয় বাড়িওয়ালার তরফে ৷ তাই নতুন ঘরের খোঁজে ছিলেন তাঁরা ৷ এরই মধ্যে এক ব্যক্তির সঙ্গে দেখা হয় দুই বোনের ৷ ওই ব্যক্তি তাদের ঘর খুঁজে দেবে বলে জানায় ৷ তাও নামমাত্র টাকায় ৷ ওই ব্যক্তির কথা মতো স্থানীয় কাপুরথালা চকের কাছে তার সঙ্গে দেখা করতে গিয়েছিল দুই বোন ৷ সেখানে গিয়ে তাঁরা দেখতে ওই ব্যক্তির সঙ্গে তার তিন বন্ধুও আছে ৷ তাদের মধ্যে একযুবক ওই নির্যাতিতাকে 10হাজার টাকার বিনিময়ে চাকরির টোপ দেয় ৷ সে আরও জানায়, ওই সংস্থায় চাকরি করলে একটি ঘরও পাওয়া যাবে থাকার জন্য ৷