পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দূষিত এই দিল্লির কি আদৌ রাজধানী থাকা উচিত ? প্রশ্ন থারুরের

দিল্লির বায়ুদূষণ পরিস্থিতি ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠেছে ৷ বিষাক্ত গ্যাসে ঢেকে গিয়েছে রাজধানী শহর ৷ শেষ কয়েকদিনে 'সিভিয়ার প্লাস' পর্যায়ে পৌঁছেছে দূষণ ৷

DELHI AIR POLLUTION
দিল্লির দূষণ নিয়ে প্রশ্ন শশী থারুরের (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : 4 hours ago

নয়াদিল্লি, 19 নভেম্বর: দেশজুড়ে এখন আলোচনার কেন্দ্র বিন্দুতে রয়েছে দিল্লির দূষণ ৷ ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে পরিস্থিতি ৷ বিষাক্ত গ্যাসে ঢেকে রয়েছে রাজধানী শহর ৷ একাধিক শতর্কতামূলক পদক্ষেপ নেওয়া সত্ত্বেও কোনও সুরাহা মেলেনি ৷ দিল্লির বর্তমান পরিস্থিতি নিয়ে এবার প্রশ্ন তুলেন কংগ্রেস সাংসদ শশী থারুর ৷ তাঁর প্রশ্ন, "এর পরেও কি দিল্লির রাজধানী থাকা উচিত ?"

শেষ কয়েকদিনে 'সিভিয়ার প্লাস' পর্যায়ে পৌঁছে গিয়েছে দিল্লির দূষণ ৷ মঙ্গলবারও একাধিক এলাকায় AQI-এর মাত্রা পৌঁছে গিয়েছে 500-এর ঘরে ৷ বিষাক্ত ধোঁয়াশায় দৃশ্যমানতা নেই বললেই চলে ৷ GRAP-IV-এর আওতায় একাধিক বিধিনিষেধ লাগু করা হয়েছে শহরজুড়ে ৷ বিষয়টি নিয়ে এক্স হ্যান্ডেলে সোমবার একটি পোস্ট করেন তিরুঅনন্তপূরম থেকে কংগ্রেসের সাংসদ ৷

শশী থারুর লেখেন, "সারা বিশ্বের মধ্যে এই মুহূর্তে দিল্লি সবচেয়ে দূষিত শহর ৷ দ্বিতীয় দূষিত শহর ঢাকার থেকেও খারাপ অবস্থায় ক্রমে পৌঁছে যাচ্ছে দিল্লি ৷" এরপর কেন্দ্র সরকারকে কটাক্ষ করে তিনি লেখেন, "দীর্ঘদিন ধরে এই দুঃস্বপ্নের মধ্যে থেকেও সরকারের কোনও মাথা ব্যাথা নেই ৷ সবথেকে আশ্চর্যের বিষয় হল, এই নিয়ে আজ পর্যন্ত সরকারের তরফে কোনও ব্যবস্থাও নেওয়া হয়নি ৷"

কংগ্রেস সাংসদের দাবি, 2015 সাল থেকে পরিবেশবিদ ও বিশেষজ্ঞদের নিয়ে এই বিষয়ে একাধিক বৈঠক করেছেন তিনি ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত কয়েকবছরে বিভিন্ন পদক্ষেপও গ্রহণ করেন বলে জানিয়েছেন কংগ্রেস সাংসদ ৷ তবে কারও কোনও হেলদোল না-দেখে তিনি হাল ছেড়ে দিয়েছেন শশী থারুর বলেন, "নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত সাধারণ মানুষের কাছে বসবাসের অযোগ্য হয়ে ওঠে দিল্লি ৷ শ্বাসকষ্ট, হৃদপিণ্ডের একাধিক সমস্যা দেখা দেয় দূষণের কারণে ৷ বছরের বাকি সময়েও এর প্রভাব থেকেই যায় ৷ এরপরও কি এই শহরের দেশের রাজধানী থাকা উচিত ?"

দিল্লি ও পার্শ্ববর্তী এলাকায় মোট 7 কোটি লোকের বাস ৷ প্রতিবছর শীতকাল এলেই বায়ুদূষণ বেড়ে যায় চড়চড়িয়ে ৷ বিশ্বের দূষিত শহরগুলির তালিকার প্রথম দিকেই রয়েছে দিল্লির নাম ৷ একাধিক পদক্ষেপ নেওয়া সত্ত্বেও সমস্যার সুরাহা হয়নি আজও ৷

পড়ুন:'সিভিয়ার প্লাস' পর্যায়ে দিল্লির দূষণ

ABOUT THE AUTHOR

...view details