বাঁকা (বিহার), 18 অক্টোবর: নিয়ন্ত্রণ হারিয়ে তীর্থযাত্রীদের ধাক্কা মারল ট্রাক ৷ ঘটনাস্থলেই মৃত্যু পাঁচজনের ৷ ঘটনায় আহতদের অমরপুর রেফারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বিহারের বাঁকা জেলার ফুলিদুমার থানা এলাকার নাগারডিহ গ্রামের কাছে ৷
জানা গিয়েছে, সুলতানগঞ্জ থেকে জল নিয়ে তীর্থযাত্রীরা জিস্ট গৌড় নাথ মহাদেব মন্দিরে যাচ্ছিলেন । এদিকে ঘটনার পর ট্রাক চালক ঘটনাস্থল থেকে ট্রাক নিয়ে পালিয়ে যায় । এরপর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা ৷ যদিও তীর্থযাত্রীরা কোথাকার বাসিন্দা তা এখনও জানা যায়নি ৷
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসতেই ক্ষিপ্ত হয়ে ওঠে গ্রামবাসীরা । তারা পুলিশের 112 নম্বর গাড়িতে আগুন ধরিয়ে দেয় । পাথর ছুড়তে শুরু করে ৷ যার ঘায়ে কয়েকজন পুলিশকর্মী আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে । শুধু তাই নয়, অ্যাম্বুলেন্সও ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ । স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
সংবাদ প্রকাশিত হওয়া পর্যন্ত বিপুল সংখ্যক বিক্ষুব্ধ মানুষ ঘটনাস্থলে ছিল । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের পক্ষ থেকে নিরন্তর চেষ্টা চালানো হচ্ছে । এই ধরনের দুর্ঘটনা প্রতিদিনই ঘটছে বলে জানায় এলাকাবাসী । তাঁদের বক্তব্য, প্রশাসন আগে থেকে সতর্ক থাকলে এ দুর্ঘটনা ঘটত না । তবে পলাতক ঘাতক ট্রাক ও তার চালককে খুঁজছে পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে ৷ তীর্থযাত্রীদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে ৷