পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

তাপপ্রবাহের জের, ওড়িশায় অস্বাভাবিক মৃত্যু 36 জনের - Heat Stroke In Odisha - HEAT STROKE IN ODISHA

Heat Wave In Odisha: বিহারের পর ওড়িশা ৷ তাপপ্রবাহের জেরে প্রাণ গেল 36 জনের ! যদিও হাসপাতালের তরফে শুধুমাত্র সম্বলপুরেই আট মত ব্যক্তির মধ্যে পাঁচ জনের ময়নাতদন্ত করা হয়েছে ৷ তারপরেই এডিএমও-র তরফে দাবি, পাঁচজনের মৃত্যু হয়েছে হিট স্ট্রোকে ৷ যদিও বিষয়টি অস্বীকার করেছে সম্বলপুর প্রশাসন ৷

Heat Wave Conditions
তাপপ্রবাহের জের (প্রতীকী ছবি)

By ETV Bharat Bangla Team

Published : May 31, 2024, 12:42 PM IST

Updated : May 31, 2024, 3:36 PM IST

রাউরকেল্লা ও ভুবনেশ্বর, 31 মে: কেরলে বর্ষা ঢুকলেও ওড়িশায় তাপমাত্রার পারদ চড়েছে ৷ রাউরকেল্লায় বৃহস্পতিবার হিটস্ট্রোকে মৃতের সংখ্যা ছুঁয়েছে 36 জনে ৷ মৃতদের মধ্যে সুন্দরগড়ের 16 জন, সম্বলপুরের 8 জন, ঝাড়সুগুড়ার 8 জন ও বোলানগিরির 3 বাসিন্দা রয়েছেন ৷ এডিএমও-র তরফে জানানো হয়েছে, সম্বলপুরের আটজনের মধ্যে তাঁদের হাতে পাঁচ মৃত ব্যক্তির ময়নাতদন্তের রিপোর্ট এসেছে ৷ যেখানে উল্লেখ করা হয়েছে, তাঁদের মৃত্যু হিট স্ট্রোকেই হয়েছে ৷ তিন মৃত ব্যক্তির ময়নাতদন্ত এখনও বাকি রয়েছে ৷ যদিও সম্বলপুর জেলার প্রশাসনের তরফে হিটস্ট্রোকের মৃত্যুর খবর অস্বীকার করা হয়েছে ৷

রাউরকেল্লা সরকারি হাসপাতালের (আরজিএইচ) ডিরেক্টর-ইন-চার্জ (ডিআইসি), চিকিৎসক সুধারানি প্রধান জানিয়েছেন দুপুর 2টো থেকে 6 ঘণ্টার মধ্যে দশজনের মৃত্যুর খবর সামনে এসেছে ৷ এর মধ্যে হাসাপাতালের পথে আনার সময়ও আটজনের মৃত্যু হয়েছে ৷ বাকি দুজনের মৃত্যু হয়েছে হাসপাতালে চিকিৎসা চলাকালীন ৷ অতিরিক্ত তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হওয়ায় এমন ঘটনা ঘটে থাকতে পারে বলে অনুমান চিকিৎসক সুধারানি প্রধানের ৷ তিনি জানান, বাইরে প্রচণ্ড রোদের কারণে শরীরের তাপমাত্রার হেরফের হচ্ছে ৷ অনেকের শরীরের তাপমাত্রা 103-104 ডিগ্রি ফারেনহাইট ছুঁয়ে যাচ্ছে, যা এই শরীরের জন্য খুব খারাপ ৷ এটাও তাঁদের মৃত্যুর কারণ হতে পারে ৷

পাশাপাশি, আরও অনেকেই অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৷ তবে যাঁরা মারা গিয়েছেন, তার কারণ এখনই স্পষ্ট করে বলা যাবে না ৷ ময়নাতদন্তের পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে ৷ জনস্বাস্থ্য বিভাগের অধিকর্তা ইউকে সাহু জানিয়েছেন, 10 জনের মৃত্যুর খবর সঠিক ৷ তবে এখনও তাঁদের পরিচয় জানা যায়নি ৷ মূলত, ওড়িশাজুড়ে তাপপ্রবাহের সতর্কতা আগেই জারি করা হয়েছিল ৷ বিশেষ করে রাজ্যের পশ্চিমী জেলাগুলিকে সতর্ক করে জানানো হয়েছিল, 12টি জায়গায় তাপমাত্রা পৌঁছতে পারে 44 ডিগ্রি সেলসিয়াসে ৷ এই দিন সন্ধ্যায় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, 19টি জেলায় সর্বোচ্চ তাপপাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছিল ৷

পশ্চিম ওড়িশা জেলায ঝাড়সুগুদা, বোলাঙ্গির, বারগড়, সম্বলপুর, সোনেপুর, মালকানগিরি, সুন্দরগড়, নুয়াপাদা এবং কান্ধমাল জেলায় তাপপ্রবাহের অবস্থা জারি ছিল ৷ এর মধ্যে ঝাড়সুগুদায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গিয়েছিল 47 ডিগ্রি সেলসিয়াসে ৷ তিতলাগড়ে তাপমাত্রা ছিল 46.5 ডিগ্রি সেলসিয়াস, বারগড়ে তাপমাত্রা ছিল 46.3 ডিগ্রি সেলসিয়াস এবং সম্বলপুরে তাপমাত্রা ছিল 46.2 ডিগ্রি সেলসিয়াস।

Last Updated : May 31, 2024, 3:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details