পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভয়াবহ দুর্ঘটনা ! মহু’তে বাইক-বাস সংঘর্ষে মৃত 6, আহত 16 - ROAD ACCIDENT

দুর্ঘটনার কবলে পড়ে একটি বাইক, প্রাইভেট মিনিবাস এবং ট্রাক ৷ মোটরসাইকেল আরোহী ও তাঁর দুই সঙ্গী এবং মিনিবাসে থাকা এক মহিলা ঘটনাস্থলেই মারা যান ৷

road-accident-at-mhow-in-madhya-pradesh
ভয়াবহ দুর্ঘটনা ! (ইটিভি ভারত)

By PTI

Published : Feb 7, 2025, 9:21 PM IST

মহু (মধ্যপ্রদেশ), 7 ফেব্রুয়ারি: ভয়াবহ পথ দুর্ঘটনা ৷ বাইক-মিনিবাস ও ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন 6 জন, আহত হলেন কমপক্ষে 16 ৷ শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোর জেলার মহু’তে ৷ আহতদের চিকিৎসা শুরু হয়েছে।

কী হয়েছে ?

দুর্ঘটনার কবলে পড়ে একটি বাইক, প্রাইভেট মিনিবাস এবং ট্রাক ৷ দুর্ঘটনায় দুই মহিলা-সহ ছ’জন প্রাণ হারান ৷ আহত হন আরও 16 জন ৷ পুলিশ সূত্রে খবর, মহু তহসিলের মানপুর এলাকায় মোটর-সাইকেল এবং মিনিবাসের সঙ্গে একটি ট্রাকের ধাক্কা লাগে। মোটরসাইকেল আরোহী ও তাঁর সঙ্গী দুই পুরুষ এবং মিনিবাসে থাকা এক মহিলা ঘটনাস্থলেই মারা যান ৷ আহতদের নিয়ে যাওয়া হয় মহারাজা যশবন্তরাও হাসপাতালে ৷ সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় আরও দু’জনের ৷

অতিরিক্ত পুলিশ সুপার (ইন্দোর গ্রামীণ) রূপেশ দ্বিবেদী সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, আহত 16 জনের চিকিৎসা চলছে ৷ তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক । উজ্জয়িনীর বিখ্যাত মহাকাল মন্দির দর্শন শেষে মিনিবাসের যাত্রীরা কর্ণাটকের বেলগাঁওয়ে ফিরছিলেন । ঠিক সেই সময় এই দুর্ঘটনা ঘটে। তাতে প্রাণ যায় 6 জনের।

অন্যদিকে, মাত্র একদিন আগে গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষে মৃত্যু হয়েছে 8 জনের ৷ মহাকুম্ভে যাওয়ার পথে বৃহস্পতিবার বিকেলে জয়পুরে একটি বাস এবং গাড়ির সংঘর্ষ হয় ৷ ঘটনাটি ঘটে 48 নম্বর জাতীয় সড়কের মোখমপুরার 'বাম্বোরিয়া কি ধানি'র কাছে। দুর্ঘটনায় আট জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

আরও পড়ুন

ABOUT THE AUTHOR

...view details