মহু (মধ্যপ্রদেশ), 7 ফেব্রুয়ারি: ভয়াবহ পথ দুর্ঘটনা ৷ বাইক-মিনিবাস ও ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন 6 জন, আহত হলেন কমপক্ষে 16 ৷ শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোর জেলার মহু’তে ৷ আহতদের চিকিৎসা শুরু হয়েছে।
কী হয়েছে ?
দুর্ঘটনার কবলে পড়ে একটি বাইক, প্রাইভেট মিনিবাস এবং ট্রাক ৷ দুর্ঘটনায় দুই মহিলা-সহ ছ’জন প্রাণ হারান ৷ আহত হন আরও 16 জন ৷ পুলিশ সূত্রে খবর, মহু তহসিলের মানপুর এলাকায় মোটর-সাইকেল এবং মিনিবাসের সঙ্গে একটি ট্রাকের ধাক্কা লাগে। মোটরসাইকেল আরোহী ও তাঁর সঙ্গী দুই পুরুষ এবং মিনিবাসে থাকা এক মহিলা ঘটনাস্থলেই মারা যান ৷ আহতদের নিয়ে যাওয়া হয় মহারাজা যশবন্তরাও হাসপাতালে ৷ সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় আরও দু’জনের ৷