সাগর (মধ্য়প্রদেশ), 4 অগস্ট:সকাল হতেই মধ্যপ্রদেশে অঘটন ৷মধ্য়প্রদেশের সাগর জেলার রাহলী বিধানসভার অধীন শাহপুর পুরসভার কমপ্লেক্সের মন্দিরের কাজ হচ্ছিল ৷ শনিবার সকাল ন'টা নাগাদ ভারী বৃষ্টির জেরে ভেঙে পড়ে ওই মন্দিরের দেওয়াল ৷ দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় কমপক্ষে 9 নাবালকের ৷ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু করেছে পুলিশ। স্থানীয়রাও উদ্ধারকাজে হাত লাগিয়েছেন। ভেঙে পড়া অংশ সরানোর জন্য ঘটনাস্থলে পৌঁছেছে বিশেষ গাড়ি। এর ঠিক একদিন আগে এই রাজ্যেরই রেওয়া শহরে দেওয়াল চাপা পড়ে 4 জনের প্রাণ গিয়েছিল ৷
স্থানীয় বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী গোপাল ভার্গব ঘটনাস্থলে পৌঁছেছেন। দাঁড়িয়ে থেকে তাঁরা উদ্ধারকার্যের তদারকি করছেন ৷ ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মোহন যাদব। তাঁর এক্স হ্য়ান্ডেলে তিনি লিখেছেন, "আজ, সাগর জেলার শাহপুরে দেওয়াল ধসে 9 জন শিশুর মৃত্যুর খবরে আমি দুঃখিত। আহত নাবালকদের যথাযথ চিকিৎসার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনায় আহত অন্যান্য নাবালকদের দ্রুত আরোগ্য কামনা করছি। যে নিষ্পাপ নাবলকদের প্রাণ গিয়েছে, তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই ৷ মৃত নাবালকদের পরিবারকে সরকার 4 লাখ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে ৷"